লিবিয়ায় আটকেপড়া বিপদগ্রস্ত ১৬১ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৬টা ৩০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তারা।
লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
বুধবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৫টায় আইওএম কর্তৃক ভাড়াকৃত লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইট (UZ222) বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর হতে উড্ডয়ন করে।
এ ছাড়াও আগামী ২৬ মার্চে আরেক ফ্লাইটে ১৬০ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস।
এর আগে, লিবিয়ায় আটকেপড়া ১৭৬ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়। বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোরে ৪টার দিকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
টিএ/