বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় মো. সায়েম হোসেন হত্যার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
এছাড়া চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে যাত্রাবাড়ী থানার আরো নতুন চার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত।
বুধবার (১৯ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। এ সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মো. আব্বাস রিমান্ডের আবেদন বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী বলেন, 'চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পুলিশের সর্বোচ্চ দায়িত্বে ছিলেন। তিনি নির্দেশমতো দায়িত্ব পালন করেছেন। ইতিমধ্যে তিনি ৮৫ দিন রিমান্ডে ছিলেন। তার রিমান্ড বাতিলেন প্রার্থনা করছি।
রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন। এরপর চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার আইনজীবীর ওপর বিরক্তি প্রকাশ করে বলেন, 'বেশি কথা বলতে নেই। বেশি কথা বলায় রিমান্ড বাড়ছে।'
আরএইচ/টিএ