কারখানার অপারেটরকে মারধর, গাজীপুরে মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে কারখানার অপারেটরকে মারধরের বিচার ও ১২ দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এক্সিস নীটওয়্যারস্ লিমিটেড নামের কারখানার শ্রমিকরা।

শনিবার (২২ মার্চ) দুপুর দেড়টার দিকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, উপজেলার নয়নপুর এলাকার এক্সিস নীটওয়্যারস্ লিমিটেড নামের কারখানার অপারেটর মোশারফ কয়েকদিন যাবৎ অসুস্থ ছিল। সুস্থ হয়ে কাজে যোগ দিয়ে শনিবার বেলা ১১টার দিকে প্রাকৃতিক কাজ সারতে কারখানার শৌচাগারে যান। শৌচাগারে সময় বেশি কাটানো হয়েছে—এমন অভিযোগ তুলে জিজ্ঞাসাবাদ করেন সুপারভাইজার আল আমিন। এক পর্যায়ে অপারেটর মোশারফকে মারধর করা হলে অসুস্থতা বোধ করেন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় তানিয়া মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ খবর ছড়িয়ে পড়লে ও অভিযুক্ত সুপারভাইজার আল আমিনের শাস্তির দাবিতে কারখানার প্রায় ২ হাজার শ্রমিক বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে দুপুর দেড়টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ, মাওনা হাইওয়ে থানা পুলিশ ও শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলছেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের আলোচনা করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে।

এসএন 

Share this news on: