বিদ্যমান সংবিধান ত্রুটিপূর্ণ, সংবিধান সংস্কারে প্রয়োজন গণপরিষদ নির্বাচন : নাহিদ ইসলাম

বিদ্যমান সংবিধান ত্রুটিপূর্ণ, এটি সংস্কারে দরকার গণপরিষদ নির্বাচন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (২৪ মার্চ) রাজধানীর একটি হোটেলে বিদেশি মিশনগুলোর কূটনীতিকদের নিয়ে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন।

এর আগে তিনি বলেন, কেবল নতুন সংবিধানের মাধ্যমেই আমরা একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি স্থাপন করতে পারি।

নাহিদ বলেন, ‘এনসিপি তিনটি বিষয় নিয়ে কাজ করছে। তা হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রের সংস্কার ও সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচন।’

তিনি জোর দিয়ে বলেন, এনসিপি একটি দ্বিতীয় প্রজাতন্ত্রের স্বপ্ন দেখে। আমাদের সংস্কার এজেন্ডা উচ্চাকাঙ্ক্ষী, তবে প্রয়োজনীয়। আমাদের লক্ষ্য বিচারহীনতার সংস্কৃতি ভেঙে ফেলা এবং রাজনৈতিক ব্যবস্থাকে মৌলিকভাবে পুনর্গঠন করা।

এক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরে নাহিদ বলেন, ‘আমরা জানি এই যাত্রা কঠিন হবে, তবে আমরা এটাও জানি যে বাংলাদেশ প্রস্তুত। আমাদের জনগণ কেবল পরিবর্তনই নয়, বরং একটি মর্যাদাপূর্ণ বাংলাদেশ চায়।’

সবশেষে নাহিদ ন্যায়বিচার, মানবাধিকার ও রাজনৈতিক ঐকমত্যের ওপর প্রতিষ্ঠিত একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে সব রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের এনসিপির সঙ্গে হাতে হাত রেখে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশ এমন একটি জাতি যা সংগ্রামের মধ্য দিয়ে জন্মগ্রহণ করেছে। ১৯৪৭ সালের উপনিবেশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ পর্যন্ত, আমাদের জনগণের প্রতিটি প্রজন্ম স্বাধীনতা, মর্যাদা এবং ন্যায়বিচারের জন্য লড়াই করেছে। আমরা আজ এখানে সেই ইতিহাসের উত্তরাধিকারী হিসেবে এবং তার অসম্পূর্ণ প্রতিশ্রুতি পূরণে দৃঢ়প্রতিজ্ঞ একটি নতুন প্রজন্ম হিসেবে দাঁড়িয়ে আছি।

‘আমরা গাজায় বেসামরিক নাগরিকদের ওপর চলমান, নৃশংস হামলার তীব্র নিন্দা জানাই। আমাদের চোখের সামনে যে মানবিক সংকট দেখা দিচ্ছে তা আমাদের সম্মিলিত বিবেকের ওপর একটি কলঙ্ক। আমরা বিশ্বাস করি প্রতিটি জাতি, প্রতিটি দায়িত্বশীল রাজনৈতিক শক্তির এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত।’

নতুন দলের আহ্বায়ক বলেন, দেশে, রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবিক চ্যালেঞ্জগুলির মধ্যে একটি। বাংলাদেশ প্রায় দশ লক্ষ শরণার্থীকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে অপরিসীম উদারতা দেখিয়েছে কিন্তু এটি একা এই বোঝা বহন করতে পারে না এবং করা উচিত নয়। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ এবং স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিত করে একটি টেকসই, মর্যাদাপূর্ণ সমাধানের প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানাই।

‘এই অঞ্চলে শেকড় গেড়ে থাকা একটি রাজনৈতিক দল হিসেবে, আমরা বিশ্বাস করি যে দক্ষিণ এশিয়ার মর্যাদা, ন্যায়বিচার, পারস্পরিক শ্রদ্ধা এবং জাতীয় স্বার্থের সুরক্ষার ওপর ভিত্তি করে গড়ে ওঠা সম্পর্ক প্রয়োজন। যেখানে কোনো দেশই আধিপত্য বোধ করে না এবং প্রতিটি জাতির সার্বভৌমত্বকে সম্মান করা হয়।’

নাহিদ ইসলাম বলেন, গত জুলাইয়ে বাংলাদেশ একটি ঐতিহাসিক মুহূর্ত দেখেছিল। ছাত্র, নারী, শ্রমিক, নাগরিক জীবনের প্রতিটি স্তরের মানুষ তাদের দেশের জন্য জেগে উঠেছিল। এটি ছিল আমাদের সময়ের সবচেয়ে শক্তিশালী গণতান্ত্রিক বিদ্রোহগুলির মধ্যে একটি, যা একটি নতুন রাজনৈতিক সমাধানের সহজ কিন্তু গভীর দাবি দ্বারা পরিচালিত হয়েছিল। তাদের অসাধারণ সাহসিকতা পূর্ববর্তী শাসনামলে বছরের পর বছর ধরে চলা পদ্ধতিগত নিপীড়ন এবং অধিকার অস্বীকারের মধ্য দিয়ে উদ্ভূত হয়েছিল; বলপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, পদ্ধতিগত দুর্নীতি এবং সংবিধানের মধ্যেই গভীরভাবে প্রোথিত কাঠামোগত বৈষম্য। এই নৃশংসতাগুলো স্পষ্টভাবে নথিভুক্ত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

এসএম

Share this news on:

সর্বশেষ

img
এজবাস্টনে বড় লিড নিয়ে তৃতীয় দিন শেষ করল ভারত, চাপে ইংল্যান্ড Jul 05, 2025
img
৬ ঘণ্টা পর খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক Jul 05, 2025
img
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর Jul 05, 2025
img
হাসারাঙ্গাকে সামলানোর নতুন কৌশল খুঁজে পেল বাংলাদেশ! Jul 05, 2025
img
সংস্কার শেষে এই সংবিধানের অধীনেই দেশ চলবে: রিজভী Jul 04, 2025
img
আওয়ামী লীগ শুধু হিন্দুদের ব্যবহার করেছে মাত্র: আযম খান Jul 04, 2025
img
আগস্টে তুরস্কের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল! Jul 04, 2025
img
ধূমপানের দৃশ্য নয়, নীতির কাছে আপসহীন অভিনেত্রী রাশমিকা! Jul 04, 2025
img
খুচরা যন্ত্রাংশ আমদানিতে শুল্ক তুলে নিল রাজস্ব বোর্ড Jul 04, 2025
img
বিএনপি জনগণের রাজনীতি করে, ক্ষমতার রাজনীতি করে না: ওবায়দুর রহমান চন্দন Jul 04, 2025
img
‘রামায়ণ’ হতে যাচ্ছে ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা Jul 04, 2025
img
দেশে টানা ৫ দিন ভারী বর্ষণের পূর্বাভাস Jul 04, 2025
১০ মিনিটে সারাদিনের দেশের আলোচিত সব খবর Jul 04, 2025
img
সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা জুলাই ঘোষণাপত্র দিতে না পারা : শিবির সভাপতি Jul 04, 2025
img
জুলাই যোদ্ধাদের সনদ দেওয়া সম্ভব কিন্তু একটু ক‌ঠিন : উপদেষ্টা শারমীন Jul 04, 2025
img
অন্ধ্রপ্রদেশ-তেলেঙ্গানায় উন্মাদনা ছড়াচ্ছে ‘ওয়ার ২: প্রথম শো ভোর পাঁচটায় Jul 04, 2025
img
ভারতের আধিপত্য রুখতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে : আব্দুস সালাম Jul 04, 2025
img
মন্দোদরী চরিত্রে পা রাখছেন কাজল? Jul 04, 2025
img
বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও 'কঙ্গুভা ২' -এর দাবি ফ্যানদের Jul 04, 2025
img
যুদ্ধবিরতির শর্ত ভেঙে লেবাননে ফের হামলা চালাল ইসরায়েল Jul 04, 2025