সারজিসের গাড়ি বহর যাত্রা নিয়ে ব্যাখ্যা দিতে বললেন তাসনিম জারা

মির্জা ফখরুলের পর এবার সারজিসের গাড়ি বহর নিয়ে প্রশ্ন তুললেন তার দলের নেতা তাসনিম জারা। একই দিনে মীর্জা ফখরুল সারজিসের গাড়ি বহর ইঙ্গিত করেই এক বক্তব্যে বলেন, যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায়, তারা কী করবে, সেটা আমরা ভালো বুঝি। এই বক্তব্যের দিন না পেরুতেই সারজিসের নিজ দল এনসিপির টপ নেতা তাসনিম জারা সারজিসকে উদ্দেশ্য করে ফেসবুকে লিখলেন, 

প্রিয় সারজিস,তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে, "আমার আসলে এই মুহূর্তে কোন টাকা নাই। ধার করে চলতেছি। এইটাই হচ্ছে রিয়্যালিটি। আমার পকেটে মানিব্যাগও নেই।" তোমার এই সাদাসিধে জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিলো এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে। 

কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কীভাবে সম্ভব হলো — এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কীভাবে হয়েছে, তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক। আমাদের দল স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে, সে জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সবারই দায়িত্ব।

আমি আশা করি, বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে। এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস।

শুভেচ্ছান্তে, 
জারা আপু

তবে এনসিপির শুধু সারজিস নয়, দেখা গেছে হান্নান মাসুদও তার নোয়াখালীর হাতিয়ায় মোটরসাইকেল বহর নিয়ে ঘুরছেন। সেখানে শত শত মোটরসাইকেল তার সামনে পেছনে। এসব মোটরসাইকেলের কোনোটিতেই হেলমেট নেই। এমনকি একটি মোটরসাইকেলে সামনে একটি শিশুকেও দেখা গেছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন, নতুন প্রজন্মের দলটি তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি করলো? আগের রাজনৈতিক নেতাদের মতই শোডাউন রাজনীতিতেই কি নামলো?

এমনকি পাঁচ তারকা হোটেল দলের ইফতার আয়োজনের টাকা কোথায় থেকে আসে সেটা নিয়েও প্রশ্ন। 

একদিন আগে ঢাকা থেকে প্লেনে রংপুর গিয়ে ভিআইপি গাড়িতে চড়ে সামনে পেছনে শত শত গাড়ি বহর নিয়ে সারজিস তার নিজ এলাকা পঞ্চগড়ে গেছেন। সেখানে হুটখোলা গাড়ি থেকে বের হয়ে হাত নাড়তে নাড়তে দলের পতাকা তুলে ধরেছিলেন। তার এমন ছবি ভিডিও দেখা গেছে। এরপরই আলোচনায় ছিলেন সার্জিজ। তার এলাকায় মির্জা ফখরুলের বাড়ি। পঞ্চগড়ের একটি আসনে মীরজাফর রইল প্রার্থী। আবার সেই মির্জা ফখরুলী সার্ভিসের গাড়ি বহর নিয়ে প্রশ্ন তুললেন।

Share this news on:

সর্বশেষ

img
জামিনে বের হয়ে দুধ দিয়ে গোসল করলেন সাবেক ছাত্রলীগ নেতা Mar 29, 2025
img
বিপুল পরিমাণ জাল টাকাসহ জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা গ্রেফতার Mar 29, 2025
img
কোচ দরিভালকে বরখাস্তের সিদ্ধান্ত ব্রাজিলের Mar 29, 2025
img
মায়ের জানাজায় হাতকড়ায় বাঁধা ছাত্রলীগ নেতা Mar 29, 2025
img
পার্বত্য চট্টগ্রামে নাশকতায় অচল রবির অর্ধশত টাওয়ার, দুর্ভোগে স্থানীয়রা Mar 29, 2025
img
'ছেলে সন্তান জন্ম না দেয়ায়' অপমান, ৪ সন্তানের জননীর আত্মহত্যা Mar 29, 2025
img
জামায়াতের ইফতার মাহফিলে বিএনপির হামলার অভিযোগ Mar 29, 2025
img
এ দেশকে কুরআনের আলোয় আলোকিত করতে হবে: ধর্ম উপদেষ্টা Mar 29, 2025
img
সনাতন মানে নৌকায় ভোট দেয়, এই ধারণা পাল্টাতে হবে: সারজিস আলম Mar 29, 2025
img
সুন্দরবনে বাড়তি নিরাপত্তা, বন কর্মকর্তাদের ছুটি বাতিল Mar 29, 2025