ঈদের পুরো ছুটির আবহাওয়া নিয়ে যা জানা গেল

এবছর রৌদ্র ঝলমল ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে দেশবাসী। ঈদের পুরো ছুটিতে আবহাওয়া নিয়ে বড় কোনো দুঃসংবাদ নেই বলেই জানায় আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, সারাদেশে আগামী এক সপ্তাহ তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

এই লম্বা ছুটির সময়ে কোথাও ভারি বৃষ্টির আশঙ্কা নেই বলে জানায় আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস থেকে যে পূর্বাভাস দেয়া হয়েছে তাতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বর্ধিত ৫ দিনের আবহাওয়াও উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নাই বলেও এতে উল্লেখ করা হয়।

আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ৩ এপ্রিল পর্যন্ত হাতিয়া, সন্দীপ এবং লক্ষ্মীপুরসহ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় খুব অল্প পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। তবে এই সম্ভাবনাও মাত্র ১৫ থেকে ২০ শতাংশ। এছাড়া দেশের আর কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আপাতত নেই।

তিনি বলেন, ‘তবে যেহেতু বজ্রঝড়-প্রবণ মাস, এই সময়ে একেবারেই স্থানীয়ভাবে বজ্রপাত তৈরি হয়। এগুলো অনেক আগে বুঝা যায় না। সাধারণত ৭২ ঘণ্টার আগে বুঝা যায় না। তবে আপাতত যে কন্ডিশন তাতে তেমন বড় কোনো বৃষ্টি-বজ্রবৃষ্টির আশঙ্কা নাই।’
 
ঈদের ছুটির মাঝে তাপমাত্রাও খুব বেশি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা নেই বলে জানান, আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি জানান, সারা দেশে স্টেশনভেদে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম-বেশির মধ্যে ওঠানামা করতে পারে।

তবে যেহেতু বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কম তাই গরমের অনুভূতিও খুব বেশি হবে না বলেই আশা করা হচ্ছে।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ