কাজের ক্ষেত্রে খুঁতখুঁতে স্বভাবের জন্য বলিউডে যে অভিনেতা-পরিচালকের নামের আগে বসেছে ‘মিস্টার পারফেকশনিস্ট’ তকমা, সেই আমির খান বাদ পড়েছিলেন তার সাবেক স্ত্রী কিরণ রাওয়ের একটি সিনেমার অডিশন পর্ব থেকে।
‘লাপাতা লেডিস’ নামের দারুণ সাড়া তোলা ওই সিনেমায় আমিরের বাদ পড়া অডিশনের ভিডিও এবার এসেছে প্রকাশ্যে।
ভিডিওতে আমিরকে খাকি উর্দিতে অডিশন দিতে দেখা গিয়েছে। কদিন আগে আমির নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছেন। সেখানে তার অডিশনের ভিডিওটি ছাড়া হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, এর আগে ‘লাপাতা লেডিসের’ পরিচালক কিরণ রাও বলেছিলেন, ”এই সিনেমায় আমির অভিনয় করতে চেয়েছিল। সেজন্য সে অডিশনও দেয়। একই চরিত্রের জন্য রবি কিষাণও অডিশন দেন। আমি যখন দুজনের অডিশন ভিডিও দেখি, তখন বুঝতে পারি এই চরিত্রের জন্য রবি অভিনয়ে আমিরকে ছাপিয়ে গিয়েছেন।”
রবি কিষাণ এই সিনেমায় পুলিশের চরিত্রে অভিনয় করেন।
আমিরের ভিডিও দেখার পর নানা ধরনের মন্তব্য করেছেন দর্শকরা। কেউ কেউ আমিরের পরিবর্তে রবিকে বেছে নেওয়ার জন্য কিরণকে বাহবা দিয়েছেন।
কারও মতে, আমিরের মত সুপারস্টার যদি ওই চরিত্রে অভিনয় করতেন, তা হলে দর্শক আগে থেকেই চমক ধরে ফেলতেন। তাই রবিকে নির্বাচন করে সিনোমার কোনো ক্ষতি করেননি নির্মাতারা।
কেউ কেউ আবার আমিরের প্রশংসাও করেছেন। এক জন লিখেছেন, “কোনো অভিনেতা তার ব্যর্থ অডিশনের ভিডিও নিজে থেকে সোশাল মিডিয়ায় পোস্ট করবেন না। কিন্তু আমির করেছেন, তিনি সেখানেই অনন্য।“
এই সিনেমায় মনোহর চরিত্রে তার চাইতে রবি কিষাণ যে বেশি ভালো অভিনয় করেছেন বলে আমির নিজেও বলেছিলেন।
কিরণের ভাষ্য, “রবি এই চরিত্রে চমক নিয়ে এসেছেন। এ বিষয়ে আমিরও একমত হয়। আমির পরে বুঝতে পেরেছে রবি ওই চরিত্রের জন্য তার থেকেও উপযুক্ত। আমির নিজেও ভাবে যে দর্শকেরা আসলে ওই চরিত্রের কাছ থেকে কী প্রত্যাশা করবে। আমির তাই নিজেই বলেছিল, পুলিশ অফিসারের চরিত্রটির সঠিক মূল্যায়ন সে হয়ত করতে পারবে না।”
৯৭তম অস্কারে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করে ‘লাপাতা লেডিস’। কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত পর্বে মনোনয়ন আদায় করতে ব্যর্থ হয় সিনেমাটি।
এসএন