ঈদে কারাবন্দিদের জন্য থাকছে যেসব বিশেষ খাবার

প্রতিবারের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরের দিনে কারাগারে থাকা সাধারণ বন্দিদের সঙ্গে ডিভিশন পাওয়া বন্দিদের একই ধরনের খাবার দেওয়া হবে। এ দিন সকালের খাবারে থাকছে পায়েস, সেমাই ও মুড়ি। দুপুরে থাকছে পোলাও বা খিচুড়ি, মুরগির রোস্ট, গরু ও খাসির মাংস, সালাদ, মিষ্টি ও পান। আর রাতে দেওয়া হবে ভাত, আলুর দম ও ডিম।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ৫ আগস্টের পর হত্যাসহ বিভিন্ন অভিযোগে করা মামলায় এ পর্যন্ত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি, শীর্ষস্থানীয় নেতা ও কর্মকর্তাদের মধ্যে ১৩১ জন কারাগারে আছেন। তাদের মধ্যে ডিভিশন পেয়েছেন ১০৮ জন, যাদের মধ্যে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী ২৯ জন; সাবেক সংসদ সদস্য ২২ জন; সরকারি কর্মকর্তা ৪৪ জন এবং অন্যান্য পেশার ১৩ জন। ডিভিশন পাননি ভিআইপি হিসেবে কারাগারে থাকা ২৩ জন।

কারা কর্তৃপক্ষ বলছে, পবিত্র ঈদুল ফিতরের দিন সাধারণ বন্দীদের মতোই কারাগারে থাকা ভিআইপিসহ (বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি) ডিভিশন পাওয়া বন্দিদের একই ধরনের খাবার পরিবেশন করা হবে।

এ দিন সকালের খাবারে থাকছে পায়েস, সেমাই ও মুড়ি। দুপুরে থাকছে পোলাও বা খিচুড়ি, মুরগির রোস্ট, গরু ও খাসির মাংস, সালাদ, মিষ্টি ও পান। আর রাতে দেওয়া হবে ভাত, আলুর দম ও ডিম।

অন্যদিকে সারা বছর সাধারণ বন্দিদের সকালে দেওয়া হয় হালুয়া, রুটি ও ডিম।

দুপুরের খাবারের তালিকায় থাকে ভাত, ডাল, সবজি। রাতে খাবার দেওয়া হয় ভাত, ডাল, মাছ বা গরুর মাংস। আর ডিভিশন পাওয়া বন্দিদের খাবার তাঁদের পছন্দ অনুযায়ী আলাদা রান্নার ব্যবস্থা করা হয়।

ঈদের দিন কারাগারগুলোর চার দেয়ালের মধ্যে বন্দিদের জন্য ঈদের নামাজের জামাত হয়। উন্নত মানের খাবার পরিবেশনের পাশাপাশি বন্দীদের জন্য তাঁদের স্বজনদের আনা খাবারও তাঁদের খেতে দেওয়া হয়।

ঈদের পরদিন যথাযথ নিরাপত্তাব্যবস্থা নিয়ে কারাগারের ভেতরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পারবে কারাগারগুলো।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন ও গণমাধ্যম) জান্নাত-উল ফরহাদ বলেন, ঈদের দিন কারাগারগুলোর বন্দীদের জন্য ঈদের নামাজের জামাত হয়। উন্নত মানের খাবার পরিবেশনের পাশাপাশি বন্দীদের জন্য স্বজনদের আনা খাবারও তাদের খেতে দেওয়া হয়। ঈদের পরদিন যথাযথ নিরাপত্তাব্যবস্থা নিয়ে কারাগারের ভেতরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পারবে কারাগারগুলো।

এফপি/এস এন


Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি করোনায় আক্রান্ত Apr 03, 2025
img
নোবেলজয়ী কোস্টারিকার সাবেক প্রেসিডেন্টের মার্কিন ভিসা প্রত্যাহার Apr 03, 2025
img
১১ জনের দলে ১২ নম্বরে নেমে ১৩ রানের বিশ্বরেকর্ড! Apr 03, 2025
img
জমি বিরোধের জেরে বোনের হাতে ভাইয়ের মৃত্যু Apr 03, 2025
img
টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই জনের মৃত্যু Apr 03, 2025
img
কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যা Apr 03, 2025
img
নান্দাইলে ইটভাটায় ২০ জিম্মি শ্রমিক উদ্ধার, আটক ২ Apr 03, 2025
img
ঈদ মিছিলে মূর্তি প্রদর্শন: জামায়াতের কঠোর নিন্দা Apr 03, 2025
img
চসিকের সাবেক কাউন্সিলর ও শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আটক Apr 03, 2025
img
শুক্রবার থেকে ঢাকাসহ দেশের সাত বিভাগে বৃষ্টির সম্ভাবনা Apr 03, 2025