সালমানের ম্যাজিক কাজ করল না বক্স অফিসে

দুই বছর পর ঈদে সিনেমা নিয়ে এলেন বলিউড সুপারস্টার সালমান খান। তার সিকান্দার নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। বক্স অফিসের রেকর্ড ভেঙেচুড়ে একাকার করে দেওয়ার অপেক্ষায় ছিল সালমানভক্তরা। তবে মুক্তির পর সেভাবে ধামাকা দিতে পারেনি সিকান্দার।

ঈদের হিসেবে বেশ সাদামাটা এক ওপেনিং দিয়ে যাত্রা শুরু করেছে সিনেমাটি।

৩০ মার্চ মুক্তি পেয়েছে সিকান্দার। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুসারে, প্রথম দিন বক্স অফিসে সিনেমাটি ২৬ কোটি টাকা আয় করেছে। সিকান্দার ভাঙতে পারল না কোনো রেকর্ড।

এমনকি ভিকি কৌশলের ছাবার প্রথম দিনের আয়ের থেকেও বেশ পিছিয়ে রয়েছে এটি। ‘ছাভা’ প্রথম দিন বক্স অফিসে ৩১ কোটি টাকা আয় করেছিল। সেখানে সিকান্দার মাত্র ২৬ কোটি টাকাই ঘরে তুলতে পেরেছে এদিন।

বক্স অফিসের রেকর্ডের কথা বলতে গেলে, সালমান খান নিজেই নিজের সিনেমার রেকর্ডের ধারেকাছেও যেতে পারলেন না।

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘টাইগার ৩’ বক্স অফিসে প্রথম দিন ৫৩ কোটি ৩০ লাখ টাকা আয় করেছিল। অন্যদিকে ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘সুলতান’-এর প্রথম দিনের আয় ছিল ৩৬ কোটি ৫৪ লাখ টাকা।

তবে ঈদের ছুটিতে সিকান্দারের আয় আরো বাড়তে পারে বলেই ধারণা করছেন বাণিজ্য বিশ্লেষকরা। দ্বিতীয় দিনের রিপোর্ট অনুসারে, এখন পর্যন্ত ২৯ কোটি টাকা আয় করেছে সিনেমাটি। যার ফলে দুই দিনে ৫৫ কোটি টাকা আয় করেছে সিকান্দার।

এ আর মুরুগাদোসের পরিচালনায় ‘সিকান্দার’ প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। সংগীত পরিচালনায় আছেন প্রীতম। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। এ ছাড়া আছেন কাজল আগরওয়াল, শারমান যোশী প্রমুখ। সিনেমাটি মুক্তি পেয়েছে ঈদুল ফিতরে।

আরএ/এসএন

Share this news on: