নাটোরের লালপুরে মসজিদের ডিজিটাল এলইডি সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান সম্বলিত লেখা ভেসে উঠেছে। এতে লেখা ছিল ‘বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’গতকাল বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর পশ্চিম পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান বলেন, এই ঘটনা শোনার পর সাইনবোর্ডটি খুলে রাখা হয়েছে। কীভাবে এটি ঘটল, তা এখনও জানা যায়নি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআর/এসএন