বিমসটেক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

বিমসটেক ইয়ং জেন ফোরামে প্রদত্ত মূল প্রবন্ধ উপস্থাপন করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) তা সরাসরি সম্প্রচারিত হচ্ছে।

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় প্রধান উপদেষ্টা মূল প্রবন্ধ উপস্থাপন শুরু করেন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

এর আগে দুপুর ১২টা প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সুবর্ণ ভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী জিরাপরন সিন্দোপারি।

এসএম/টিএ

Share this news on: