মুন্সিগঞ্জে সেনা অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১৬

মুন্সিগঞ্জের সিরাজদীখানে ধলেশ্বরী নদীতে সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল সংখ্যক দেশীয় ধারালো অস্ত্রসহ ১৬ তরুণ-যুবককে গ্রেফতার করেছে। বুধবার (২ এপ্রিল) দিবাগত মধ্যরাতে জেলার সিরাজদীখান উপজেলার চিত্রকোটের তুলসীখালি সেতুর নীচে ধলেশ্বরীতে অভিযান চালায় সেনাবাহিনী।

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সেনাবাহিনী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেরানীগঞ্জের তুলসীখালী ব্রিজ এলাকায় সেনাবাহিনীর টহল দল একটি কিশোর গ্যাংয়ের ১৬ জন সদস্যকে গ্রেফতার করে। ওই সময়ে এই কিশোর গ্যাংয়ের সদস্যরা নদীতে নৌকার ওপর উচ্চ শব্দে গান বাজিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে নাচানাচি করছিল।

গ্রেফতারকৃত সবাই কিশোর গ্যাং 'ডেঞ্জার গ্যাংয়ের' সদস্য। এদের দেওয়া তথ্য অনুযায়ী গ্যাংয়ের আরো দুই জনকে আটক করে সবাইকে কেরানীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সেনাবাহিনীর টহল দল পালিয়ে যাওয়া সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কর্তৃক এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এসএম/টিএ

Share this news on: