আইপিএল ছেড়ে হঠাৎ দেশে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা। তিনি গুজরাট টাইটান্সের হয়ে চলতি আইপিএলে মাত্র দুটি ম্যাচ খেলেছেন। বুধবার, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তাকে মাঠে দেখা যায়নি, এবং পরের দিন গুজরাট টাইটান্স একটি বিবৃতি দিয়ে জানায় যে, ব্যক্তিগত কারণে রাবাদা দেশে ফিরেছেন।
ফ্র্যাঞ্চাইজিটি তাদের বিবৃতিতে জানিয়েছে, "কাগিসো রাবাদা কিছু ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছেন।" তবে ঠিক কতদিনের জন্য তিনি দেশে ফিরেছেন, সেটা এখনও জানানো হয়নি। যদিও রাবাদার ফেরার সম্ভাবনা রয়েছে, তবে কখন ফিরবেন সেটা নিশ্চিত নয়।
গুজরাট টাইটান্সের হয়ে প্রথম দুটি ম্যাচে রাবাদা পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪১ রানে একটি উইকেট নেন, এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪২ রানে এক উইকেট পান।
এসএস