বিয়ে করলেন রাবা খান ও আরাফাত মহসিন

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাবা খান জীবনের নতুন যাত্রা শুরু করেছেন সংগীতশিল্পী ও পরিচালক আরাফাত মহসিনের সঙ্গে।

আজ শুক্রবার (৪ এপ্রিল) নিজের সামাজিকমাধ্যমে একাধিক বিয়ের ছবি শেয়ার করে শুভসংবাদটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন রাবা।

ছবিতে দেখা যায়, বিয়ের পোশাকে দুজনের মুখেই আনন্দের ছাপ স্পষ্ট। রাবার পরনে ছিল লাল-কমলা কম্বিনেশনের শাড়ি। আর আরাফাতের বেছে নিয়েছেন সোনালী কারুকাজের সাদা শেরওয়ানি।

সেই পোস্টের ক্যাপশনে রাবা খান লেখেন, 'এক প্রেমের গান দিয়েই ছিল শুরুটা'। এরপর সেখানে বিয়ের তারিখটিও (৪ এপ্রিল) উল্লেখ করেন তিনি। আর পোস্টটিও মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে নেটিজেনদের মাঝে।

রাবা ও আরাফাতের বিয়ে নিয়ে ভক্তদের পাশাপাশি উচ্ছ্বসিত দেশের তারকাঅঙ্গন। উল্লেখযোগ্য বেশ কিছু তারকা তাদের জন্য সামাজিক মাধ্যমে শুভকামনা জানিয়েছেন। পরিচালক আদনান আল রাজিব তাদের বিয়ের ছবি ও পোস্ট নিজের সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন অনুরাগীদের মাঝে।

রাবা ও আরাফাতের বিয়ের মধ্য দিয়ে আরও এক তারকা দম্পতি পেলো দেশের শোবিজ অঙ্গন। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে বেশ জনপ্রিয়তা রয়েছে রাবার। আবার এদিকে ভক্তকূলের কাছে গানের মানুষ হিসেবে পরিচিত আরাফাত। তবে ছোট থেকে নির্মাতা হওয়ার স্বপ্ন দেখতে দেখতে এখন তিনি নাটক ও বিজ্ঞাপনচিত্র নির্মাণ করছেন।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
গরমে ডাবের পানি না লেবুর পানি, কোনটি বেশি উপকারী? Apr 12, 2025
ভু'য়া নথিতে চলেছে সড়ক ও জনপথ অধিদপ্তরের কাজ Apr 12, 2025
সেভেন-সিস্টারসকে হা'রানো'র ভয়, চিকেন নেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন Apr 12, 2025
মার্চ ফর গা'জা'য় অংশ নিতে শিবির নেতার যে আহ্বান Apr 12, 2025
প্রেজেন্টেশনে তাক লাগালেন বিডা চেয়ারম্যান Apr 12, 2025
একদিনেই বিশ্বের শীর্ষ ১০ অতিধনীর সম্পদ বেড়েছে ১৩১ বিলিয়ন ডলার Apr 12, 2025
তৃতীয় বিশ্বযু'দ্ধে''র দামামা বাজবে কিনা জানা যাবে ১২ এপ্রিল Apr 12, 2025
পৃথিবীর বাইরে তথ্য সংরক্ষণ! Apr 12, 2025
৬৪ বছর বয়সে চাইল্ডের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক Apr 12, 2025
মিরাজ নিলেন সেরা ক্রীড়াবিদের মুকুট, ঋতুপর্ণা জয় করলেন দর্শকের হৃদয়! Apr 12, 2025