মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের কাছে সিরিজের তৃতীয় ওয়ানডেতে হেরে হোয়াইওয়াশ হয়েছে পাকিস্তান। কিউইদের তোলা ৮ উইকেটে ২৬৪ রান তাড়া করতে নেমে পাকিস্তান অলআউট হয়েছে ২২১ রানে।
আগের রাতে বৃষ্টি হওয়ায় খেলা নির্ধারত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর শুরু হয়। বৃষ্টির কারণে দুই দল ৪২ ওভার করে ব্যাট করার সুযোগ পায়।আগে ব্যাটিং করে অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলের (৫৯) ও ওপেনার রিস মারিউর (৫৮) রানে ভর করে নিউজিল্যান্ড তোলে ২৬৪ রান।
পাকিস্তানের পক্ষে চারটি উইকেট পান আকিফ জাভেদ। নাসিম শাহ নেন দুইটি উইকেট এবং একটি করে উইকেট পান ফাহিম আশরাফ ও সুফিয়ান মুকিম।জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান।
সিঙ্গেল নিতে গিয়ে নিউজিল্যান্ডের এক ফিল্ডারের থ্রো ইমাম উল হকের হেলমেটে লাগে। আহত হন ওপেনার ইমাম। আউট না হয়েও তাই মাঠ ছাড়তে হয় তাকে।তারপর জুটি গড়েন আবদুল্লাহ শফিক ও বাবর আজম।
তাদের জুটিতে আসে ৬৮ রান। ওপেনার শফিক আউট হওয়ার মাধ্যমে ভাঙে এই জুটি। ৫৬ বলে ৩৩ রানের শ্লথ ইনিংস খেলেন তিনি। ৭৩ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা সফরকারীরা।
বাবর আজম অর্ধশতক হাঁকিয়ে বিদায় নেন। তার ব্যাট থেকে আসে ৫৮ বলে ৫০ রান। চারটি চার ও একটি ছক্কা আসে বাবরের ব্যাট থেকে। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে আসে ৩৭ রান।
মিডল অর্ডারের ব্যর্থতায় পাকিস্তানের পরাজয়ের দিকে ঝুঁকতে থাকে। তাইব তাহির একাই লড়াই করার চেষ্টা করেন। ফাহিম আশরাফ ৪ বলে ৩ রান করে বিদায় নেন। তবে নাসিম শাহ চেষ্টা করেও ব্যর্থ হন। একটি করে চার ও ছক্কায় ১৩ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন নাসিম।
তারপর দ্রুতই দুই ওভার বাকি থাকতেই ২২১ রানে অলআউট হয় সফরকারীরা। ফলে ৪৩ রানে ম্যাচ জিতে যায় নিউজিল্যান্ড।বেন সিয়ার্স নেন ৫ উইকেট। ২টি নেন ডাফি।
এমআর/এসএন