‘চাঁদ মামা’র ম্যাজিক চলছেই, ট্রেন্ডিংয়ের ১ ও ২ নম্বর জায়গা দখলে

প্রকাশের সাত দিনে ইউটিউবে কোটি ভিউ পার করেছে ‘বরবাদ’ সিনেমার ‘চাঁদ মামা’ গানটি। শুধু তা–ই নয়, দুটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড হওয়া গানটি রয়েছে ট্রেন্ডিংয়ের ১ ও ২ নম্বরে। গতকাল শুক্রবার রাতেই দেখা যায় ‘চাঁদ মামা’ গানটি ইউটিউব ট্রেন্ডিংয়ের ১ ও ২—দুটি জায়গা দখল করে নিয়েছে। টিজারেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল, ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’ হতে যাচ্ছে দুর্দান্ত নাচের গান। শাকিব খানের সঙ্গে গানটিতে পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহানের রসায়নের প্রশংসাও করেছিলেন ভক্ত-অনুসারীরা। পূর্ণাঙ্গ গানটি প্রকাশের পরও গানপ্রেমীরা মেতে ওঠে ‘চাঁদ মামা’ গানের সঙ্গে।

‘চাঁদ মামা’ গানটি ৩ মিনিট ৩ সেকেন্ড ব্যাপ্তির। প্রীতম হাসান গানটি গেয়েছেন, তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান। গানটির কথা–সুরও প্রীতমের। ‘চাঁদ মামা’ গানটি রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব থেকে ৬৩ লাখের বেশি এবং প্রীতম হাসানের ইউটিউব থেকে ৪৭ লাখের বেশি ভিউ হয়েছে। দুই ইউটিউব চ্যানেলে গান নিয়ে মন্তব্য করা হয়েছে ২২ হাজারের বেশি।

গত বছর রায়হান রাফীর ‘তুফান’ সিনেমায় প্রীতমের কণ্ঠে ‘লাগে উরাধুরা’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সেই গানের তালে নেচেছিলেন শাকিব খান ও মিমি চক্রবর্তী। ‘চাঁদ মামা’র টিজার দেখে অনেকে মন্তব্য করেছিলেন, এটি হয়তো ‘লাগে উরাধুরা’র মতোই জনপ্রিয়তা পাবে। মুক্তির পর থেকেই গানটি নিয়ে দর্শক ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়ে যাচ্ছেন।

সহজ কথা আর আকর্ষণীয় সুরের কারণে গানটি পছন্দ করেছেন, মন্তব্যের ঘরে এমন কথা লিখেছেন অনেক দর্শক। সঙ্গে প্রীতম ও দোলার গায়কির কথাও বলেছেন কেউ কেউ। তবে শাকিব খান আর নুসরাতের পারফরম্যান্সের প্রশংসাও এসেছে প্রচুর। গানটিতে শাকিবের লুক আর নাচ দুর্দান্ত, মন্তব্য করেছেন এক ভক্ত। আরেক ভক্ত আবার নুসরাত জাহানের আবেদনময়ী নাচের প্রশংসা করেছেন।

আরেক ভক্ত লিখেছেন, ‘লুক, পোশাক মিলিয়ে এককথায় অনবদ্য। সঙ্গে নুসরাতের অস্থির পারফরম্যান্স পুরো জমিয়ে দিয়েছে।’ ‘বরবাদ’ ছবিটি সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে দেশের ১২০ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। দেশের বেশির ভাগ প্রেক্ষাগৃহে ছবিটি নিয়ে দর্শক–আগ্রহও বেশ লক্ষণীয়। ‘বরবাদ’ ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, মিশা সওদাগর, করভী মিজান, যীশু সেনগুপ্ত। নুসরাতের উপস্থিতি কেবল এই আইটেম গানেই।

এফপি/এসএন


Share this news on:

সর্বশেষ

img
মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা Apr 07, 2025
img
পাকিস্তান সুপার লিগে করাচি কিংসে লিটন দাসের গুরু হলেন শন টেইট Apr 07, 2025
img
তামিমের সেঞ্চুরিতে উড়ে গেল পারটেক্স Apr 07, 2025
img
আজ নেতানিয়াহু-ট্রাম্পের বৈঠকে যা নিয়ে আলোচনা হতে পারে Apr 07, 2025
img
আনোয়ারুল ইসলাম জানান, সীমানা নির্ধারণের প্রস্তাব কেবিনেটে পাঠানো হলেও এখনও অনুমোদন পাওয়া যায়নি Apr 07, 2025
img
দেশে ৯ এপ্রিল পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে স্টারলিংকের ইন্টারনেট সেবা Apr 07, 2025
img
প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ পর্বত জয় বাবর আলীর Apr 07, 2025
img
ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ভারতে বিদ্যুৎ বিভাগের কর্মী বরখাস্ত Apr 07, 2025
img
বাবর ও রিজওয়ানদের পাশে দাঁড়াতে পাকিস্তানের সমর্থকদের প্রতি আহ্বান জানালেন সালমান বাট Apr 07, 2025
img
গাজায় দেড় বছরে ২৩৪ সাংবাদিক হত্যা ইসরায়েলের Apr 07, 2025