ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার রাতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী সারা নেতানিয়াহু। আজ সোমবার তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন, যেখানে ইসরায়েলের ওপর ওয়াশিংটনের আকস্মিক শুল্ক আরোপ এবং ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির বিষয়টি আলোচনার মূল কেন্দ্রবিন্দু হবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার ট্রাম্প ‘মুক্তি দিবস’ ঘোষণা করার পর একাধিক দেশের ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দেন, আর নেতানিয়াহু হচ্ছেন প্রথম বিদেশি নেতা যিনি এই পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্গে দেখা করছেন। নেতানিয়াহুর মূল লক্ষ্য হচ্ছে শুল্ক আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার করানো অথবা ইসরায়েলি আমদানির ওপর আরোপিত ১৭ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার আগে তা কমিয়ে আনা।
নেতানিয়াহু বলেছেন, তার আলোচনায় ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকবে, বিশেষ করে শুল্ক ব্যবস্থা নিয়ে তিনি ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন। তিনি এই সফরকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে বিশেষ সম্পর্কের প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন।
বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহু ইসরায়েলের জন্য শুল্ক থেকে অব্যাহতি নিশ্চিত করার চেষ্টা করবেন। তাদের মতে, এই ধরনের ছাড় ট্রাম্পের নিকটতম মিত্রকেই উপকৃত করবে, যা কংগ্রেসের রিপাবলিকানদেরও খুশি করবে, যারা ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল।
এছাড়া, নেতানিয়াহু গাজা উপত্যকায় যুদ্ধ, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বন্দিদের অবস্থা এবং ইরানের ক্রমবর্ধমান হুমকি নিয়েও আলোচনা করবেন।
এসএস/এসএন