পরীমনির দুঃস-ময়ে পাশে তসলিমা নাসরীন

চিত্রনায়িকা পরীমনির নামে গৃহকর্মী নির্যাতনের কারণে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পিংকি আক্তার নামে এ নারী। বিষয়টি নিয়ে এখন পরীর পক্ষে-বিপক্ষে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে। নির্বাসিত ও বিতর্কিত লেখক তসলিমা নাসরীন পরীমনির পক্ষে অবস্থান নিয়ে তার মতামত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন।

তসলিমা নাসরীন পরীমনিকে নিয়ে দেওয়া স্ট্যাটাসে লেখেন, ‘পরীমণির সুসময়ে আমি পাশে থাকি না। ওঁর দুঃসময়ে আমি ছুটে আসি । আবার ওঁর আঙিনায় দুঃসময় এসে দাঁড়িয়েছে। এক মহিলা গৃহপরিচারিকার চাকরি নিয়ে ওঁর বাড়িতে ঢুকেছিল। কিছুদিন পর সে বেরিয়ে এসে পরীমণির বিরুদ্ধে মামলা ঠুকেছে, আর মিডিয়াও বেশ ফলাও করে মহিলার সাক্ষাৎকার ছাপাচ্ছে, যেন মহিলা যা বলছে সবই সত্যি। মিডিয়ার চরিত্র আমরা জানি।’
মিডিয়ার প্রতি আঙুল তুলে তসলিমা নাসরীন লেখেন, ‘নারী, বিশেষ করে সে নারী যদি ব্যতিক্রমী, সাহসী, প্রতিভাময়ী হয়, তাহলে তার সর্বনাশ না করে ছাড়বে না মিডিয়া। গড্ডালিকা প্রবাহে গা ভাসানো, রক্ষণশীলতা আঁকড়ে রাখা, ক্ষমতার চাটুকারিতা বাংলাদেশের মিডিয়ার বিশেষ দোষ। মিডিয়া তো সমাজের রক্ষণশীল পুরুষতান্ত্রিক লোকদেরই তৈরি। এ আর নারীবিদ্বেষী সমাজ থেকে আলাদা কী হবে! পরীমণিকে আক্রমণ করার জন্য, তাঁর চরিত্রে কালি লেপনের জন্য মহিলাটিকে ব্যবহার করা হচ্ছে। ব্যবহৃত হয়ে যাওয়ার পর মহিলাকে কিন্তু মিডিয়াও ছুড়ে ফেলে দেবে আস্তাকুঁড়ে। কোনও সৎ মিডিয়া কিন্তু কোনও সংঘাতপূর্ণ পরিস্থিতিতে এক তরফের বক্তব্য নিয়ে মেতে ওঠে না, দু’তরফের বক্তব্যই গ্রহণ করে। নিরপেক্ষ থাকা মিডিয়ার জন্য অবশ্য কর্তব্য হলেও সেটিকেই তারা সবচেয়ে বেশি অবজ্ঞা করে।’

ঘটনাটি ষড়যন্ত্র উল্লেখ করে তসলিমা নাসরীন লেখেন, ‘গৃহপরিচারিকার চাকরি করতে আসা মহিলাটি যে মিথ্যে কথা বলছে তা সহজেই অনুমেয়। তার বর্ণিত চড় খেয়ে মুর্চ্ছা যাওয়ার ঘটনাটি যথেষ্ট সন্দেহ সৃষ্টি করে। পরীমণির বিরুদ্ধে সে যে নোংরা ভাষায় কথা বলেছে, তাতে মনে হয় সে বদ একটি উদ্দেশ্য নিয়ে পরীমণিকে বিপদে ফেলার ষড়যন্ত্র করছে, এবং এই ষড়যন্ত্রে তাকে অনেকেই সাহায্য করছে। পরীমণির ব্যক্তিগত জীবন নিয়ে তার জঘন্য মন্তব্য সব রকম সীমা অতিক্রম করেছে। পরীমণি কার সঙ্গে কথা বলবে, খাবে, ঘুরবে, বেড়াবে, শোবে, তা তাঁর একান্ত ব্যক্তিগত ব্যাপার। সম্মানীয় শিল্পীর বিরুদ্ধে অসম্মানজনক বাক্যাবলি উচ্চারণ করার জন্য মহিলাকে উৎসাহ দেওয়া বা উসকে দেওয়া এবং সেসব অবাধে প্রচার করা মিডিয়ার উচিত হয়নি। আদালতের উচিত নয় নারীবিদ্বেষী ষড়যন্ত্রের মামলাকে গ্রহণ করা বা আদপেই মূল্য দেওয়া। এই সত্যটা সবারই জানা উচিত, গরিব হলেই মানুষ সৎ হয় না। গরিবরাও অসৎ, ধুরন্দর, বদমাশ, মিথ্যুক, নিষ্ঠুর, চোর, ডাকাত, ধর্ষক, খুনী হতে পারে।’

এফপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা Apr 07, 2025
img
পাকিস্তান সুপার লিগে করাচি কিংসে লিটন দাসের গুরু হলেন শন টেইট Apr 07, 2025
img
তামিমের সেঞ্চুরিতে উড়ে গেল পারটেক্স Apr 07, 2025
img
আজ নেতানিয়াহু-ট্রাম্পের বৈঠকে যা নিয়ে আলোচনা হতে পারে Apr 07, 2025
img
আনোয়ারুল ইসলাম জানান, সীমানা নির্ধারণের প্রস্তাব কেবিনেটে পাঠানো হলেও এখনও অনুমোদন পাওয়া যায়নি Apr 07, 2025
img
দেশে ৯ এপ্রিল পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে স্টারলিংকের ইন্টারনেট সেবা Apr 07, 2025
img
প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ পর্বত জয় বাবর আলীর Apr 07, 2025
img
ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ভারতে বিদ্যুৎ বিভাগের কর্মী বরখাস্ত Apr 07, 2025
img
বাবর ও রিজওয়ানদের পাশে দাঁড়াতে পাকিস্তানের সমর্থকদের প্রতি আহ্বান জানালেন সালমান বাট Apr 07, 2025
img
গাজায় দেড় বছরে ২৩৪ সাংবাদিক হত্যা ইসরায়েলের Apr 07, 2025