বিয়ের গেটে পার্টি স্প্রে দেওয়ার জেরে মারামারি, বন্ধ হয়ে গেল বিয়ে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিয়ের গেটে পার্টি স্প্রে দেওয়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এর ফলে বউ ছাড়া ফিরে গেছে বরপক্ষ।

গত শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পুটিয়া গ্রামে কনের বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও কনের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পুটিয়া গ্রামের সামেদ আলী মাতুব্বরের মেয়ের সঙ্গে পার্শ্ববর্তী সদরপুর উপজেলার চরব্রহ্মনদী ভেন্নাতলী গ্রামের তৈয়ব মোল্লার ছেলে প্রবাসী নাঈম মোল্লার প্রায় এক বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে কাবিন হয়। এরপর গত ৪ এপ্রিল বিবাহ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রীতিমতো ১২০ জনের মতো বরযাত্রী আসে। ৪/৫ শত লোকের আয়োজন করা হয়। পরে বিয়ের গেটে ছেলে পক্ষ ও মেয়ে পক্ষের লোকজন পার্টি স্প্রে দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে।

মেয়েপক্ষের একজন ছেলে পক্ষের এক ব্যাক্তির টাক মাথায় বিপুল পরিমাণ পার্টি স্প্রে দেন। এ নিয়ে বরপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে কনের বাবা ও চাচাকে মারধর করেন। এ সময় ছেলেপক্ষের একটি মাইক্রোবাসের পেছনের কাচ ভাঙচুর করে মেয়েপক্ষ। একপর্যায়ে বরযাত্রীরা বউ না নিয়ে ফেরত চলে যান।

কনের বাবা সামেদ আলী মাতুব্বর বলেন, বিয়ের গেটে একটু আনন্দ-উৎসব ও পার্টি স্প্রে দেওয়া নিয়ে মারামারি হয়। আমি বরপক্ষের কাছে ক্ষমা প্রার্থনা করি। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। বরপক্ষের লোকজন খাবারের প্যান্ডেলসহ চেয়ার-টেবিল পর্যন্ত ভাঙচুর করে। খবার ফেলে দেয়। পরে তাদের সঙ্গে মেয়ে বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে তারা ফেরত চলে যায়।

এ বিষয়ে বক্তব্য জানতে বর নাঈম মোল্লা ও তার বাবা তৈয়ব মোল্লার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ভাঙ্গার কাউলিবেড়া ইউনিয়ন পরিষদের চার নং ওয়ার্ড ইউপি সদস্য সাজেদুল হক গণমাধ্দ বলেন, মেয়েপক্ষ ও বরপক্ষের ঝামেলার কারণে বরযাত্রার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি। তবে এক বছর আগেই মুঠোফোনের মাধ্যমে প্রবাসী ছেলের সঙ্গে বিয়ে সম্পন্ন হয়েছে। এ ঝামেলার পর বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে যোগাযোগ হয়নি। মূলত ছেলেপক্ষের এক ব্যক্তির টাক মাথায় বিপুল পরিমাণ পার্টি স্প্রে করায় বরপক্ষ ক্ষিপ্ত হলে এ ঝামেলা বাধে।

ভাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, এ ব্যাপারে কনের বাবা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। 

আরএ

Share this news on:

সর্বশেষ

img
সাবেক স্বামী নাগা চৈতন্য নাকি হৃতিক, সামান্থার কাছে সেরা কে? Apr 17, 2025
img
শিক্ষার্থীদের মার্কিন ভিসা বাতিল, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা Apr 17, 2025
img
চোর সন্দেহে যুবকেকে গণপিটুনি, দুই দিন পর মৃত্যু Apr 17, 2025
img
একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা Apr 17, 2025
img
রো‌হিঙ্গা‌দের জন্য ১ কো‌টি ২৭ লাখ মা‌র্কিন ডলার মানবিক সহায়তা সুইডেনের Apr 17, 2025
img
ইরানি পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা আটকে দেন ট্রাম্প Apr 17, 2025
img
এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক Apr 17, 2025
img
আবারও আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ Apr 17, 2025
img
আগামীতে ট্রাভেল কর বহন করতে হবে যাত্রীদের Apr 17, 2025
img
নিজেকে মেয়র ঘোষণার আরজি ফয়জুল করিমের Apr 17, 2025