ভিয়েতনাম থেকে চাল আমদানির ধারাবাহিকতায় এবার আরও ১২ হাজার ৭০০ মেট্রিক টন আতপ চাল দেশে এসেছে। সোমবার (আজ) বিষয়টি নিশ্চিত করেছেন খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম।
তিনি জানান, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি সই হওয়া জি-টু-জি (সরকার থেকে সরকার) চুক্তির আওতায় ‘প্যাকেজ-১’-এর অংশ হিসেবে চালবাহী এমভি এমডি সি নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। ইতোমধ্যে জাহাজে থাকা চালের নমুনা পরীক্ষাও সম্পন্ন হয়েছে এবং দ্রুত চাল খালাসের নির্দেশ দেওয়া হয়েছে।
চুক্তি অনুযায়ী, ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির কথা রয়েছে। এর মধ্যে এ পর্যন্ত দেশে পৌঁছেছে ৬০ হাজার মেট্রিক টন চাল।
সরকারের এ উদ্যোগ মূলত দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসএস/এসএন