সম্প্রতি ‘গদর দুই’ ছবির মাধ্যমে আবারও বক্স অফিসে চমক দেখিয়েছেন সানি দেওল। দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরে দর্শকদের হৃদয়ে নতুন করে জায়গা করে নিয়েছেন এই জনপ্রিয় অভিনেতা। চলতি সপ্তাহেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ‘জাট’। এই ছবির মাধ্যমে সানির জনপ্রিয়তা আরও এক ধাপ বাড়তে পারে বলে মনে করছেন চলচ্চিত্র সমালোচকরা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সানি দেওল ওটিটি মাধ্যম নিয়ে তাঁর মতামত প্রকাশ করেন। তিনি বলেন, "ওটিটির জন্য আমি কয়েকটি কাজ করছি। এই কাজগুলো বড় পর্দার জন্য নয়। কারণ ওটিটির দর্শক একেবারেই আলাদা।"
তিনি আরও বলেন, "এই মাধ্যমটা খুবই আকর্ষণীয়। এখানে অভিনেতা ও নির্মাতারা অনেক বেশি স্বাধীনতা পান। আমি সব ধরনের চরিত্রে অভিনয় করতে চাই। তবে সেটা নির্ভর করছে চিত্রনাট্য ও পরিচালকের উপর।"
ওটিটি মাধ্যমকে সানি দেওল নতুন প্রজন্মের সঙ্গে যোগাযোগের একটি সেতুবন্ধন হিসেবে দেখছেন। তাঁর মতে, "ওটিটির দৌলতে আমাদের মতো অভিনেতাদের কাজ এখন নতুন প্রজন্মের কাছেও পৌঁছে যাচ্ছে।"
সানির আসন্ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে —জাট’ – চলতি সপ্তাহেই মুক্তি পাচ্ছে, ‘বর্ডার দুই’ – বর্তমানে শুটিং চলছে,‘লাহোর উনিশ শত সাতচল্লিশ’ – পরিচালক রাজকুমার সন্তোষীর ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি।
সিনেমা হলে নাকি ওটিটি পর্দায় কোথায় আপনি বেশি উপভোগ করেন সানি দেওলের অভিনয়? তা কিন্তু এখন দর্শকের নিজস্ব পছন্দের উপর নির্ভর করছে। তবে একটি কথা স্পষ্ট, সানি দেওল এখনও সমান জনপ্রিয়, এবং তাঁর প্রতি দর্শকের ভালোবাসা যেন দিনকে দিন আরও গভীর হচ্ছে।
এমআর/টিএ