বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা। নিজেকে কোনও গণ্ডির মধ্যে বেঁধে রাখেননি তিনি। একের পর এক ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনেতার ঝুলিতে রয়েছে একাধিক সুপারহিট ছবি।
এতো প্রাপ্তির মাঝেও দুঃখের অন্ত নেই অভিনেতার জীবনে। ফের ক্যানসারে আক্রান্ত হয়েছেন খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ।
আজ সোমবার (৭ এপ্রিল) অভিনেতার স্ত্রী তার ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে বিষয়টি নিজেই জানিয়েছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, দ্বিতীয়বার স্তন ক্যানসার ফিরে এসেছে তার জীবনে। গত মাসেও সমাজমাধ্যমে ক্যানসারের সঙ্গে লড়াইয়ের গল্প শেয়ার করেছিলেন তাহিরা।
এর আগে ২০১৮ সালে প্রথমবার স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। সেই সময় কেমোথেরাপির ফলে নিজের সম্পূর্ণ মাথা ন্যাড়া হয়ে যায়। ওই ছবিও শেয়ার করেছিলেন তিনি। তখন নিয়মিত ইনস্টাগ্রামে নিজের চিকিৎসা যাত্রার একাধিক মুহূর্ত পোস্ট করতেন। দীর্ঘ সাত বছর পর আবারও ক্যানসারের আক্রান্ত হয়েছেন তিনি।
আয়ুষ্মানের শুরুটা হয় ভিকি ডোনার সিনেমা দিয়ে। যা বক্স অফিস তো বটেই বহু সিনেমা-প্রেমীদেরও নজর কেড়েছিল। অভিনয়ে নাম লেখালেও সংগীতশিল্পী হিসেবে রয়েছে ব্যাপক খ্যাতি।
এফপি/টিএ