ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ-জীবননগর সড়কের কৃষ্ণচন্দ্রপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মুংলা রায়ের ছেলে বিধান কুমার রায় (১৭) ও একই গ্রামের বাদল রায়ের ছেলে সুদেব রায় ওরফে রাজারাম। আহতরা হলেন- কৃষ্ণচন্দ্রপুর গ্রামের আলী হোসেনের ছেলে সাজু (২৩), কুলবাগান গ্রামের আনোয়ার মোল্লার ছেলে হোসাইন (১৯), মহেশপুরের আলামপুর গ্রামের হামিদুলের ছেলে সামাউল (১৯) ও একই গ্রামের আব্দুল আলীমের ছেলে সিয়াম (১৮)।
প্রত্যক্ষদর্শী ফতেপুর গ্রামের ফারুক হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কৃষ্ণচন্দ্রপুর গ্রামের প্রধান সড়কের ওপর দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। এতে দুর্ঘটনায় পতিত মোটরসাইকেল আরোহী দুই যুবক ঘটনাস্থলেই নিহত ও চারজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও পরে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দীন মৃধা ঢাকা পোস্টকে জানান, হতাহত যুবকদের মোটরসাইকেলের প্রচণ্ড গতি ছিল। দুর্ঘটনার পরপরই একটি ট্রাক তাদের পিষ্ট করলে ঘটনাস্থলেই দুইজন নিহত ও চার যুবক গুরুতর আহত হন। নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যার দিকে ঝিনাইদহের শৈলকুপার চাঁদপুর নামক স্থানে ট্রাকচাপায় মা রিপা খাতুন ও তার সাত বছরের ছেলে সোয়াদ নিহত হয়।
টিএ/