সাতক্ষীরায় গ্রেফতার আ.লীগ নেতাকে ছেড়ে দিলেন ওসি

সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম মাকসুদ খানকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হকের বিরুদ্ধে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে মাকসুদ খানকে গ্রেফতারের পর রাতের আঁধারে তাকে ছেড়ে দেন ওসি।

পুলিশের এমন কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির শীর্ষ নেতারা।

এস এম মাকসুদ খান সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া গত কয়েক বছর তিনি সাতক্ষীরা সদরের সাবেক এমপি মীর মোস্তাক আহমেদ রবি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান।

নজরুল ইসলামের মদতপুষ্ট হয়ে ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দায়িত্বে ছিলেন।

জানা গেছে, শেখ হাসিনা সরকার বহাল থাকাকালীন গত ৪ আগস্ট সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দলীয় সর্বশেষ অবস্থান কর্মসূচির সম্মুখ সারিতে থেকে কঠোর অবস্থানে ছিলেন ছিলেন মাকসুদ খান। পোস্ট অফিস মোড় সংলগ্ন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে সেদিন সাতক্ষীরা সদর-২ আসনের সাবেক এমপি আশরাফুজ্জামান আশু, জেলা আওয়ামী লীগের সভাপতি একে ফজলুল হক, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এদিন মাসুদ খানের নেতৃত্বে অর্ধ শতাধিক মোটরসাইকেল ছাত্র-জনতার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে শহরে শোডাউন দেন।

সাতক্ষীরা সদর থানা সূত্রে জানা গেছে, অপারেশন ডেভিলহান্টে অংশ হিসেবে মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে মাকসুদ খানকে শহরের কাটিয়া এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে সাতক্ষীরা সদর থানা-পুলিশ।

নাম প্রকাশের অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, দুপুরে গ্রেফতার হওয়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদ খানকে মোটা অংকের টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে পুলিশ। আমি ব্যক্তিগত কাজে মঙ্গলবার দুপুর থেকে কয়েকবার থানায় গিয়েছি। থানায় গিয়ে দেখি অপারেশন ডেভিলহান্টে গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেতা মাসুদ খানকে থানার গারদে রাখা হয়নি। তাকে ওসি অপারেশনের রুমে রাখা হয়েছে।

তিনি বলেন, সন্ধ্যার পরে আমি থানায় গিয়ে দেখতে পাই ওসি অপারেশনের রুমে মাকসুদ খানের সাথে গোপন মিটিং করছে সদর থানার অফিসার ইনচার্জ সামিনুল হক। এক পর্যায়ে তার সঙ্গে মোটা অংকের রফা-দফা করে ছেড়ে দিয়েছেন অফিসার ইনচার্জ।

সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির নুরুল হুদা বলেন, শুনেছি আওয়ামী লীগ নেতা মাকসুদ খান ও ইয়ারাব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করেছে দুইজনকে তবে একজনকে ছেড়ে দিয়েছে এমন ঘটনা আমার জানা নেই। এইসব বিষয়গুলো দেখা দরকার।

পুলিশের এমন কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময় কোনো মামলা বা কারণ ছাড়াই আমরা গ্রেফতার হয়েছি। ঘরবাড়ি পরিবার ছেড়ে বাইরে পালিয়ে ছিলাম। আর এই সময়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের গ্রেফতারের পরে কীভাবে ছাড়ে। এটা খুব দুঃখজনক।

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমত উল্লাহ পলাশ বলেন, আওয়ামী লীগ নেতা মাকসুদ খানকে গ্রেফতারের বিষয়টি শুনেছি। তবে তাকে আবার ছেড়ে দিয়েছে বিষয়টি আমার জানা নেই। তিনি পুলিশের এমন কর্মকান্ডে অসন্তোষ প্রকাশ করেন।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, গ্রেফতার হওয়া মাকসুদ খানের বিরুদ্ধে দুটি মামলা ছিল। শুনেছি উনি জামিনে রয়েছেন। কাগজপত্র পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সুযোগ সুবিধা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে এমন প্রশ্নে তিনি বিষয়টি এড়িয়ে যান।

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদ খানকে পুলিশ গ্রেফতার করেছিল। কিন্তু দুটি মামলায় সে জামিনে থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে সদর থানার অফিসার ইনচার্জ আমাকে জানিয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ থাকলে পরবর্তীতে আবারও গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

এসএম

Share this news on:

সর্বশেষ

img
ব্রাজিলে পুলিশের অভিযানে প্রাণ গেল ১৩২ জনের Oct 30, 2025
img
৩৫০ কেজি পচা ইলিশ সরবরাহের দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা Oct 30, 2025
img
জকসু নির্বাচনে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন Oct 30, 2025
img
অবৈধভাবে মহেশপুর সীমান্ত পারাপারের অভিযোগে আটক ১০ বাংলাদেশি Oct 30, 2025
img

শামসুজ্জামান দুদু

শেখ হাসিনা, আ.লীগ এবং তাদের সাঙ্গপাঙ্গদের বিচারের আওতায় আনা হবে Oct 30, 2025
img

স্থায়ী কমিটির বৈঠক

নির্বাচন সঠিক সময়ে না করার অপচেষ্টা দেখছে বিএনপি Oct 30, 2025
img
হারের দায় নিজের কাঁধেই তুলে নিলেন অধিনায়ক লিটন Oct 30, 2025
img
আবার বাসা থেকে পালানোর চেষ্টা করেছেন সেই খতিব! Oct 30, 2025
img

মোদিকে লক্ষ্য করে রাহুল গান্ধী

‘ট্রাম্প আপনাকে একের পর এক অপমান করছে, সাহস করে জবাব দিন’ Oct 30, 2025
img
ফুটবল জাদুকর ম্যারাডোনার জন্মদিন আজ Oct 30, 2025
img
বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানির স্বীকৃতি পেল এনভিডিয়া Oct 30, 2025
img
চবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Oct 30, 2025
img
পদত্যাগ করলেন এনসিপির ব্রাহ্মণপাড়া উপজেলা যুগ্ম সমন্বয়কারী Oct 30, 2025
img
কংগ্রেস নেতা ‘আমার সোনার বাংলা’ গাওয়ায় বিতর্ক ভারতজুড়ে Oct 30, 2025
img
আমি আমার দায়িত্বটা পালন করতে পারিনি, ম্যাচ হেরে তামিম Oct 30, 2025
img
বাংলাদেশকে হোয়াইটওয়াশের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের Oct 30, 2025
img
চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি দ্রুতই স্বাক্ষর হবে : ট্রাম্প Oct 30, 2025
img
তৃতীয় টি-টোয়েন্টির জন্য অপরিবর্তিত বাংলাদেশ স্কোয়াড Oct 30, 2025
img
ঢাকা-১০ আসনে বিএনপি নেতা শেখ রবি’র প্রচারণা ও গণসংযোগ Oct 30, 2025
img
এল ক্লাসিকোয় নিজের আচরণের জন্য ক্ষমা চাইলেন ভিনিসিউস Oct 30, 2025