চাঁদপুরের শহরের বড়স্টেশন এলাকায় ইলিশ ঘাটে ভোলার মনপুরা থেকে আসা একটি ট্রলার থেকে ৩৫০ কেজি পচা ইলিশ জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে অভিযান পরিচালনা করা হয়
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল ইমরান।
তিনি জানান, একাধিক ট্রলারে অভিযান চালানো হয়, এর মধ্যে একটি ট্রলার থেকে বিপুল পরিমাণ পচা ইলিশ উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দ করা মাছ মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।
তিনি আরও জানান, নষ্ট পচা ইলিশ মাছ পাওয়ায় হেলাল মাঝি নামের ( মনপুরা, ভোলা) একজন ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়। ওই ব্যক্তির পক্ষে মো: মোস্তফা মাল নামক একজন স্থানীয় মৎস্য ব্যবসায়ী জরিমানার টাকা পরিশোধ করেন। অভিযুক্ত ব্যক্তি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় নষ্ট পঁচা ইলিশ মাছ ৩৫০ কেজি কেরেসিন ঢেলে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়।
এর আগে, গত মঙ্গলবার একই এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ পচা ইলিশ জব্দ করেছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানেও এক ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এবি/টিকে