কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়কারী মো. মাসুদ আলম পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
মাসুদ আলম পদত্যাগপত্রে উল্লেখ করেন, আমি স্বেচ্ছায়, সুস্থ মস্তিষ্কে এবং নিজ সিদ্ধান্তের আলোকে ‘জাতীয় নাগরিক পার্টি’ ব্রাহ্মণপাড়া উপজেলা সমন্বয় কমিটির ‘যুগ্ম-সমন্বয়কারী’ পদ হতে পদত্যাগ করলাম। অতএব, পদত্যাগপত্রটি যথাযথভাবে গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
পদত্যাগের পর এক প্রতিক্রিয়ায় সাবেক যুগ্ম-সমন্বয়কারী মো. মাসুদ আলম বলেন, এনসিপি কারো ব্যক্তিস্বত্ত্ব নয়। এখানে যে কেউ এসে পদ-পদবি নিয়ে সংগঠনকে বিতর্কিত করছে, গ্রুপিং করছে এবং জুলাই বিপ্লবের সহযোগী দলকে নিয়ে মিথ্যা তথ্য প্রচার করছে-এসব বিষয় আমাকে গভীরভাবে মর্মাহত করেছে। যদিও আমি সংগঠনের কার্যক্রমে নিয়মিত সময় দিতে পারিনি, তবুও এসব বিতর্কের দায়ভার আমার কাঁধেই পড়েছে। ব্রাহ্মণপাড়া উপজেলার কয়েকজন মানসিক বিকারগ্রস্ত প্রতিনিধির হীনম্মন্য আচরণ মেনে নিতে না পেরে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরো বলেন, যদি ভবিষ্যতে নতুন করে কমিটি গঠন করা হয় এবং এ ধরনের মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিদের অপসারণ করে সংগঠনকে হীনম্মন্যতা থেকে মুক্ত করা হয়, তবে এনসিপি প্রয়োজন মনে করলে পুনরায় ভেবে দেখব, ইনশাআল্লাহ। আপাতত অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হওয়ার চিন্তা করিনি। আমি এনসিপির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
পদত্যাগের আগে ও পরে তিনি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ ও হাফসা জাহান, কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ, কুমিল্লা জেলার যুগ্ম-সমন্বয়কারী সৈয়দ আহমেদ টিটুসহ অন্যান্য নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এবি/টিকে