বিএনপির সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা একটি বেসরকারি গণমাধ্যমের টকশোতে এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজের বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, তাকে দেখলাম সরকারকে চমৎকারভাবে ডিফেন্ড করছে। ইউনূস সরকার বোধদয় একমাত্র সরকার বাংলাদেশে যে মৌখিকভাবে তার কোন রাজনৈতিক দল না থাকলেও একটি দল চমৎকারভাবে তাকে ডিফেন্ড করে। সেই দলটি যখন ডিফেন্ড করে, কেন যেন আমি শেখ হাসিনার গলা শুনি।
তিনি আরো বলেন, তারপর আমি ভাবলাম কেন শেখ হাসিনার গলা শুনি, তারপর আমি চিন্তা করলাম শেখ হাসিনার সময়ে বট বাহিনী ঠিক যেভাবে, যেই ভাষায়, যেই বিষয়গুলো নিয়ে আমাকে টকশোর পরে কমেন্টে গিয়ে আক্রমণ করতো; বিয়ে করছি না কেন, টিপ লাগাচ্ছি কেন, আওয়ামী লীগের বট বাহিনী ঠিক যেই ভাষায় আক্রমণ করতো এই এনসিপি কিংবা তাদের তথাকথিত জেনজির বাহিনী বট দিয়ে একই ভাষায় আমাকে আক্রমণ করে। ঠিক যেভাবে হাসিনা বলতো বিকল্প দেখান, এরাও বলে ইউনূসের বিকল্প দেখান।
এফপি/টিএ