বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, গ্রীষ্মকালীন লোডশেডিং পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। তবে লোডশেডিং হলে তা শুধু গ্রাম নয়, প্রথমেই রাজধানী ঢাকায় কার্যকর হবে।
শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামে রেলওয়ে পূর্বাঞ্চলের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “লোডশেডিং দুই কারণে হতে পারে। একটি, যখন উৎপাদন কম হয় এবং লাইন বন্ধ করতে হয়—এটিই প্রকৃত লোডশেডিং। অন্যটি, ঝড়-বৃষ্টিতে ফিউজ উড়ে যাওয়া বা ট্রান্সফরমার নষ্ট হওয়া—এটি বিদ্যুৎ বিভ্রাট। দুই বিষয়কে আলাদা করে দেখতে হবে।”
তিনি জানান, রমজানের মতো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ গ্রীষ্মে পুরোপুরি সম্ভব না হলেও চেষ্টা চলছে। “আগে শুধু গ্রামে লোডশেডিং হতো, এখন হবে না। ঢাকাতেই প্রথমে লোডশেডিং হবে, পরে দেশের অন্য অংশে,” বলেন উপদেষ্টা।
এসময় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা হিসেবেও বক্তব্য দেন মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানান, “কক্সবাজার সড়ক ছয় লেনে উন্নীত করা হবে। তবে এটি সময়সাপেক্ষ। জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণসহ নানা প্রক্রিয়া রয়েছে। আগামী দুই-তিন বছরের মধ্যে কাজ শুরু হতে পারে।”
তিনি আরও বলেন, দুর্ঘটনাপ্রবণ অংশগুলোতে ইতোমধ্যে সড়ক প্রশস্ত করা হয়েছে, সতর্কতামূলক সাইন পোস্ট বসানো হয়েছে এবং চালকদের সচেতন করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।
এসএস