ঢাবির চারুকলা অনুষদে পয়লা বৈশাখ উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা মূল মোটিফ ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’তে আগুন দিয়ে পোড়ানোর ঘটনায় জড়িতকে শনাক্তে পুলিশ খুবই নিকটে পৌঁছে গেছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি বলেন, ঘটনার রহস্য উদঘাটনে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আমরা খুব নিকটে পৌঁছে গেছি। আশা করছি আগামীকাল শোভাযাত্রার আগেই একটি সুখবর দিতে পারব।
রোববার (১৩ এপ্রিল) দুপুরে রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনা এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা কোনো মামলা তদন্তের আগে কোনো কথা বলি না। তবে এই ঘটনায় আমরা অত্যন্ত ক্লোজ। এই মামলা তদন্ত ও জড়িতকে শনাক্তে আমরা খুব নিকটে পৌঁছে গেছি। আমরা আশা করছি শিগগিরই সন্তোষজনকভাবে মামলাটা ডিটেকশন করতে পারব। যথাসম্ভব জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে সক্ষম হব ইনশাল্লাহ।
চারুকলায় নিরাপত্তা ঘাটতি ছিল কি না সেখানে পুলিশের উপস্থিতি দেখা যায়নি। এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনা বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। যেহেতু বিষয়টি তদন্তনাধীন আছে। এ বিষয়ে বেশি কিছু আমরা বলতে চাই না।
এসএন