পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘কিলবিল সোসাইটি’ মুক্তির পরই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ১১ এপ্রিল, শুক্রবার মুক্তি পাওয়া এই ছবিটি মুক্তির প্রথম দিনেই আয় করেছে প্রায় ১১.৫০ লাখ টাকা। আর দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার, ১২ এপ্রিল সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ২৪.২৫ লাখে। সব মিলিয়ে মাত্র দুই দিনেই ছবির মোট আয় দাঁড়িয়েছে ৩৫.৭৫ লাখ টাকায়।
প্রথম সপ্তাহান্তেই আয়ের গ্রাফ যেভাবে ঊর্ধ্বমুখী, তাতে ধারণা করা হচ্ছে, উইকেন্ড শেষে ছবির আয় ৬৫ লাখ ছাড়িয়ে যেতে পারে। টিকিট বিক্রিও আশাব্যঞ্জক—মুক্তির পর থেকে এখন পর্যন্ত বিক্রি হয়েছে ১৩,৫০০-র বেশি টিকিট, যার মধ্যে শুধুমাত্র গত ২৪ ঘণ্টাতেই বিক্রি হয়েছে ৯,২২৫টি টিকিট।
‘কিলবিল সোসাইটি’ মূলত ‘হেমলক সোসাইটি’র সিক্যুয়েল, যে ছবিটি দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল। এই নতুন কাহিনিতে পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখা গেছে মৃত্যুঞ্জয় চরিত্রে, যিনি জীবনের গভীর প্রশ্নগুলোর মুখোমুখি করিয়ে দেন দর্শককে। তার সঙ্গে রয়েছেন কৌশানি মুখোপাধ্যায়, সন্দীপ্তা সেন ও অনিন্দ্য চট্টোপাধ্যায়, যারা প্রত্যেকেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।
সঙ্গীত পরিচালনায় রয়েছেন অনুপম রায় ও রণজয় ভট্টাচার্য। দুজনেই ছবির আবেগ ও ভাবনাকে সংবেদনশীলতার সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলেছেন।
পরিচালক সৃজিত নিজেও সোশ্যাল মিডিয়ায় এই সাফল্য ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। তার মতে, “এই ছবির গল্প, আবেগ ও বার্তা—সবটাই দর্শকদের মন ছুঁয়ে যাচ্ছে, যা এর আগেই ‘হেমলক সোসাইটি’র সময় ঘটেছিল।”
এখন অপেক্ষা, উইকেন্ড শেষে ছবিটি বক্স অফিসে কতটা উঁচুতে পৌঁছতে পারে।
এসএম/টিএ