কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে ১২ জন রোহিঙ্গাকে আটক করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়। পরে ক্যাম্প ইনচার্জের সঙ্গে সমন্বয় করে তাদের নিজ নিজ আশ্রয় শিবিরে ফেরত পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি। তিনি জানান, “আটককৃতরা রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে বেআইনিভাবে সৈকতে ঘুরতে আসে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।”
তিনি আরও বলেন, “রোহিঙ্গারা যাতে ক্যাম্প এলাকা ছেড়ে সমুদ্র সৈকতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে।”
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই কক্সবাজার সৈকত এলাকায় রোহিঙ্গাদের বিচরণ নিয়ে উদ্বেগ রয়েছে প্রশাসন ও স্থানীয়দের মধ্যে। নিয়মিত অভিযান ও তদারকির মাধ্যমে এ ধরনের চলাচল ঠেকানোর চেষ্টা চলছে।