হঠাৎ কেন অভিষেকের পকেটে তল্লাশি শুরু করেন সূর্যকুমার
মোজো ডেস্ক 05:21AM, Apr 19, 2025
আইপিএলের গত আসরে দুর্দান্ত পারফর্ম করে নজর কেড়েছিলেন অভিষেক শর্মা। তবে চলতি আসরের শুরুতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছিলেন না এই বাঁ-হাতি ওপেনার। অবশেষে চতুর্থ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেললেন এক রেকর্ডগড়া ইনিংস—১৪১ রান! আর সেঞ্চুরির পর পকেট থেকে কাগজ বের করে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানানো সেই উদযাপন এখনো ভোলেননি অনেকে।
গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগেই সেই ঘটনা মনে করিয়ে দিলেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচ শুরুতেই অভিষেকের কাছে এসে তার পকেট তল্লাশি শুরু করেন সূর্যকুমার—মজা করেই যেন জানতে চাইলেন, আবার কোনো ‘সারপ্রাইজ’ আছে কি না! খুনসুটির সেই দৃশ্য দেখে মজা পেয়েছে পুরো ক্রিকেটবিশ্ব। অভিষেকও হাসতে হাসতে মজাটা উপভোগ করছিলেন।
তবে এ ম্যাচে ব্যাট হাতে অভিষেক বড় ইনিংস খেলতে পারেননি। ২৮ বলে ৪০ রান করে হার্দিক পান্ডিয়ার বলে আউট হন তিনি। যদিও এটাই ছিল হায়দরাবাদের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। ব্যাটিং ব্যর্থতার দিনে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ২৯ বলে ২৮, হেইনরিখ ক্লাসেন ২৮ বলে ৩৭, আর অনিকেত ভার্মা খেলেন ৮ বলে ১৮ রানের ঝড়ো ইনিংস। কোনোভাবে ১৬২ রানে পৌঁছালেও তা যথেষ্ট ছিল না।
জবাবে উইল জ্যাকসের ৩৬ ও রায়ান রিকেলটনের ৩১ রানের উপর ভর করে ৪ উইকেট ও ১১ বল হাতে রেখেই জয় তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।
এর আগে যেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন অভিষেক, কাগজে লেখা ছিল—“This one is for Orange Army”। রাজীব গান্ধী স্টেডিয়ামে উপস্থিত কমলা জার্সিধারী সমর্থকদের প্রতি ছিল তার সেই ভালোবাসা। সেই কাগজ দেখতে এগিয়ে এসেছিলেন প্রতিপক্ষ অধিনায়ক শ্রেয়াস আইয়ারও। উদযাপন ও ভক্তদের প্রতি অভিষেকের এমন শ্রদ্ধাবোধই হয়তো তাকে করে তুলেছে আইপিএলের এক আলোচিত নাম।