গাজায় ফের ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার ভোর থেকে শুরু হওয়া ধারাবাহিক বোমা বর্ষণে অন্তত ৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে ঘরবাড়ি, তাঁবু শিবির ও একটি সেলুন। খবর আলজাজিরার।
গাজার পূর্বাঞ্চলের তুফাহ্ এলাকায় ইসরায়েলি হামলায় আকাশে ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুণ্ডলি।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, অবরুদ্ধ গাজায় এখনই জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন। সহস্রাধিক মানুষ ক্ষুধার্ত অবস্থায় দিন পার করছেন, কিন্তু অবরোধের কারণে সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না।
আলজাজিরার গাজা প্রতিনিধি জানান, টানা হামলা ও খাদ্যসংকটে স্থানীয়রা চরম মানসিক চাপের মধ্যে রয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ১৮ মাস ধরে চলা ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৫১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখেরও বেশি। তবে গাজার সরকারি মিডিয়া অফিস দাবি করেছে, প্রকৃত নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের এক হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশি অপহৃত হন। এর পর থেকেই গাজায় চলমান অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
এসএস