সুন্দরবনের বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে গ্রেফতার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। এ সময় উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি।
কোস্ট গার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সুন্দরবনের আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড ও নৌ বাহিনী। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে সেখানে পূর্ব থেকে অবস্থান নেওয়া বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা দ্রুত বনের গহীনে পালিয়ে যায়।
বনের ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বাহিনীর সদস্য মো. আল আমিন ও রেজাউল গাজী বাবুকে ১টি একনলা বন্দুক, ১ রাউন্ড তাঁজা গুলি ও ৬ রাউন্ড ফাঁকা গুলিসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।
তিনি আরো বলেন, কোস্ট গার্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় উপকূলীয় এলাকায় ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। যার ফলে এ অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেকাংশে উন্নতি হয়েছে।
এছাড়া সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরআর/এসএন