আল-কায়েদার হুমকির মুখে নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য সুনির্দিষ্ট সুরক্ষার দাবি জানিয়েছিলেন ব্রিটিশ রাজপুত্র হ্যারি। আদালতের নথিতে উঠে এসেছে এমন তথ্য। বিষয়টি প্রথম জানায় দ্য টেলিগ্রাফ।
যুক্তরাজ্যে থাকাকালে করদাতাদের টাকায় যে নিরাপত্তা সেবা পেতেন, রাজ দায়িত্ব ছাড়ার পর তা বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে চলা এক মামলায় হ্যারি দাবি করেছেন, নতুন প্রস্তাবিত নিরাপত্তাব্যবস্থা অকার্যকর ও ঝুঁকিপূর্ণ।
চলতি মাসের শুরুতে লন্ডনে এসে দুই দিনের শুনানিতে অংশ নেন তিনি।
উল্লেখ্য, ২০২০ সালে রাজকীয় দায়িত্ব ছাড়েন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল।