ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করায় বাংলাদেশে বাড়ছে কার্গো অবকাঠামো

ভারত বাংলাদেশের রপ্তানি পণ্যের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় অন্তর্বর্তীকালীন সরকার স্বাধীনভাবে বিমান পরিবহনের সক্ষমতা জোরদার করতে এবং রপ্তানির ধারাবাহিকতা বজায় রাখতে উদ্যোগ নিয়েছে।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়মিত কার্গো ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে। একইসাথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জনবল বাড়ানো এবং কার্গো হ্যান্ডলিং সুবিধা সম্প্রসারণের পরিকল্পনাও জোরদার করা হয়েছে।

ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস গত ৮ এপ্রিল এক নির্দেশনার মাধ্যমে বাংলাদেশের রপ্তানি পণ্যের জন্য ভারতীয় স্থলবন্দর ব্যবহার করে দেশটির আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্রবন্দরে ট্রানজিটের অনুমতি প্রত্যাহার করে।

এ বিষয়ে বেবিচক-এর চেয়ারম্যান এয়ার-ভাইস মার্শাল মো. মনজুর কবির ভূঁইয়া বলেন, অক্টোবরে তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত কর্মী নিয়োগ করা হবে।

তিনি আরও বলেন, 'আমরা শাহজালাল বিমানবন্দরে কার্গো ক্লিয়ারেন্স ত্বরান্বিত করছি। সিলেট বিমানবন্দর ২৭ এপ্রিল থেকে কার্গো কার্যক্রম শুরু করবে এবং আমরা চট্টগ্রাম বিমানবন্দরের জন্য দ্রুত পরিকল্পনা করছি। কার্গো ফ্লাইট বাড়াতে টার্কিশ এয়ারলাইন্সসহ বিদেশি বিমান সংস্থাগুলোর সাথেও আলোচনা চলছে।'

সিলেট বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ জানান, ভয়েজার এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের মাধ্যমে স্পেনে প্রথম কার্গো ফ্লাইট পরিচালনা করবে, যেখানে ৬০ টন পোশাক পরিবহন করা হবে। তিনি আরও বলেন, '২০২২ সালে ছাড়পত্র পাওয়ার পরও এখন পর্যন্ত কার্গো কার্যক্রম শুরু হয়নি।'

এদিকে এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল 'কিছু ঘটনা'কে ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণ হিসেবে উল্লেখ করলেও কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেননি।

যদিও এই সিদ্ধান্তের ফলে সরবরাহ ব্যবস্থায় কিছু বাধা সৃষ্টি হয়েছে, শিল্প নেতারা বাংলাদেশের জন্য কার্গো অবকাঠামো উন্নয়নের একটি সুযোগ দেখছেন।

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, সমুদ্রপথের পাশাপাশি আকাশপথেও পণ্য পরিবহনের বিকল্প ব্যবস্থা থাকায় রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে না। তিনি বলেন, 'যদি সিলেট বিমানবন্দর কার্যকরভাবে চালু হয়, তাহলে আমরা সেখানে রপ্তানি স্থানান্তর করতে পারি।'

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এই পরিবর্তনকে সিলেট, চট্টগ্রাম, সৈয়দপুর এবং লালমনিরহাট বিমানবন্দর ব্যবহারের জন্য একটি 'নতুন দরজা' হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, 'আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে—এটাই এখন একমাত্র বিকল্প।'

ভারতের সিদ্ধান্তের পর থেকে ঢাকা থেকে বিমান পরিবহনের হার আকাশচুম্বী হয়ে উঠেছে। ইউরোপগামী পণ্যের ক্ষেত্রে পরিবহন ব্যয় প্রতি কেজি ৬.৩০–৬.৫০ মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রগামী পণ্যের ক্ষেত্রে ৭.৫০–৮.০০ ডলারে পৌঁছেছে। অথচ একই ধরনের পণ্য পরিবহন কলকাতা থেকে প্রতি কেজি ৪ ডলার এবং মালদ্বীপ থেকে ৩.৫০ ডলারে করা যাচ্ছে।

মোহাম্মদ হাতেম সরকারকে পরিবহন খরচ কমানোর আহ্বান জানান। অন্যদিকে, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি কবির আহমেদ বেবিচক, বিমান সংস্থা এবং ফরওয়ার্ডারদের মধ্যে উন্নত সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ রুট ব্যবহার করে প্রতিযোগিতামূলক হারে পণ্য পরিবহনের প্রস্তাব দেন।

বর্তমানে আটটি কার্গো এয়ারলাইন্স ঢাকা হয়ে চলাচল করছে, যার মধ্যে রয়েছে এমিরেটস, কাতার ও টার্কিশ এয়ারলাইন্স। বছরের শেষ নাগাদ চালু হতে যাওয়া তৃতীয় টার্মিনালের মাধ্যমে অটোমেশন প্রযুক্তি ব্যবহার করে কার্গো সক্ষমতা দশগুণ বৃদ্ধির আশা করা হচ্ছে।

বেবিচক-এর মনজুর কবির জানান, জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার ওপর নির্ভর করছে এই সময়সীমা। তিনি বলেন, 'এক মাসের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলে ছয় মাসের মধ্যে কার্যক্রম শুরু হতে পারে।'

আরআর/এসএন         

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশ ছাড়ার আগে জীবন নিয়ে আতঙ্কিত ছিলেন হাথুরু! Apr 21, 2025
img
শেখ হাসিনা এই দেশে আর পা ফেলতে পারবে না, ক্লিয়ার : মাসুদ কামাল Apr 21, 2025
img
সালমানের পর এবার তোর পালা, ফের অভিনেতাকে হুমকি বিশ্নোই গ্যাংয়ের Apr 20, 2025
img
একবার বিরতি দিয়ে একই ব্যক্তির তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীত্ব চায় বিএনপি Apr 20, 2025
img
এবার রোহিত শেট্টির ছবিতে যীশু! Apr 20, 2025
img
শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: নাহিদ ইসলাম Apr 20, 2025
img
যুক্তরাষ্ট্রে দামি পণ্যের পরিবহন স্থগিত করল ডিএইচএল এক্সপ্রেস Apr 20, 2025
img
চীন থেকে যুক্তরাষ্ট্রে ফেরত গেল বোয়িং বিমান Apr 20, 2025
img
স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি এখন জিয়া মঞ্চের সভাপতি Apr 20, 2025
img
দ্বিতীয় সন্তান প্রসঙ্গে লজ্জায় লাল অভিষেক বচ্চন, ভিডিও ভাইরাল Apr 20, 2025