মমতাজদের মতো সংরক্ষিত নারী আসন প্রয়োজন নেই: সরওয়ার তুষার

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে নারীদের জন্য অমর্যাদাকর মন্তব্য করে ১০০ আসনে নারীদের সরাসরি নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

সোমবার (২১ এপ্রিল) চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি মিলনায়তনে’ আয়োজিত ‘রাজনীতি ও নাগরিক হিসেবে নারী’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তারা।

আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেন, “১০০ জন নারী সরাসরি ভোটের মাধ্যমে সংসদে যাবে—এই প্রস্তাবের যারা বিরোধিতা করেছে, আপনারা তাদেরকে আগামী নির্বাচনে প্রত্যাখ্যান করবেন। এটা আমাদের আপনাদের প্রতি আহ্বান। কারণ, এখন যে সংরক্ষিত নারী আসন রয়েছে, এর মাধ্যমে কোনোভাবেই নারীর ক্ষমতায়ন ঘটে না। এটা হচ্ছে অমুকের খালা, তমুকের নানী, তমুকের চাচী, আর মমতাজরা সংসদে চলে যায়। সংসদে গিয়ে তারা শেখ হাসিনার বন্দনা করে। এই ধরনের সংরক্ষিত নারী আসন আমাদের দরকার নেই।”

তিনি আরও বলেন, “সারা দেশের ১০০ জেলার ১০০ আসনের মধ্য থেকে নারীরা নারীদের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করবে। মানে, প্রতিযোগিতা করবে এবং সেখান থেকে নারীরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাবে। এখন দেখা যায়, দুইজন পুরুষ এমপিকে বা নেতাকে ‘কনভিন্স’ করে সংরক্ষিত নারী আসনে সদস্যপদ পেতে হয়। এটা চরম অবমাননাকর। বাংলাদেশে এটা আর থাকা উচিত নয়। সুতরাং, নির্বাচন কমিশনের প্রস্তাব অনুযায়ী সরাসরি ১০০ নারী আসনের যে বিষয়টি বলা হয়েছে, আমরা সেটা সমর্থন করি। এনসিপির পক্ষ থেকে বলেছি এটা জরুরি, এটা দরকার।”

তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যারা এমন প্রস্তাবের বিরোধিতা করছে, তারা যে দলই হোক, তাদেরকে আগামী নির্বাচনে ভোট বিপ্লবের মধ্য দিয়ে প্রত্যাখ্যান করুন। কারণ, তারা নারী শক্তির বিরোধী। বাংলাদেশের মোট জনগোষ্ঠীর অর্ধেকই নারী। সুতরাং, যারা নারীদের অবজ্ঞা করবে, যারা তাদের পিছনে টেনে ধরতে চাইবে, তাদের বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নেই।”

 আরএম/টিএ   

Share this news on:

সর্বশেষ

img
এসএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের কারাদণ্ড Apr 22, 2025
img
দলীয় শৃঙ্খলা ভঙ্গ : ভান্ডারিয়া পৌর বিএনপির আহবায়কের পদ স্থগিত Apr 22, 2025
img
বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ : অভিযুক্ত গ্রেফতার Apr 22, 2025
img
পতাকা বৈঠকের পর বাংলাদেশি কিশোরকে ফেরত দিল বিএসএফ Apr 22, 2025
img
বেহাত বিপ্লবের মূল্য জীবন দিয়ে দিতে হতে পারে : হাসনাত Apr 22, 2025
img
যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় আগ্রহ পুতিনের Apr 22, 2025
img
পোপের মৃত্যুতে ইতালির শীর্ষ লিগের ম্যাচ স্থগিত Apr 22, 2025
img
ব্যাটিং বোলিং দুই ক্ষেত্রেই উন্নতির চেষ্টা করে যাচ্ছেন মিরাজ Apr 22, 2025
img
বুনো উদযাপন করে নিষিদ্ধ চেলসির কোচ Apr 22, 2025
img
কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৮ Apr 22, 2025