খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাম্প্রতিক ঘটনাবলীতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একইসঙ্গে ক্যাম্পাসে ভয়মুক্ত ও স্বাভাবিক একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার (২৩ এপ্রিল) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, কুয়েটের কিছু শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে ছাত্রদলের ফরম সংগ্রহ করার পর ফেরার পথে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়। হামলার ভিডিও বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পরবর্তীতে এই ঘটনার সূত্র ধরে উচ্ছৃঙ্খল শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ এবং শিক্ষকদের লাঞ্ছনার মতো ঘটনাও ঘটে, যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত।
ছাত্রদল দাবি করেছে, কুয়েটের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং সুষ্ঠু একাডেমিক পরিবেশ যেন বজায় থাকে। এছাড়া তারা আশঙ্কা প্রকাশ করেছে, এক বিশেষ রাজনৈতিক গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলকে প্রতিটি অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়ানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিবৃতিতে কুয়েট প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয় যেন যেসব শিক্ষার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা পুনর্বিবেচনা করা হয় এবং নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হয়।
ছাত্রদল জানায়, তারা আশা করে ইউজিসির প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে একটি নিরাপদ, সহানুভূতিপূর্ণ ও সম্মাননির্ভর একাডেমিক পরিবেশ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।
এসএস/টিএ