‘নিহতরা সাধারণ পর্যটক নয়, ভারতীয় বাহিনীর হয়ে অনুসন্ধানে এসেছিল’ কাশ্মীরে হামলাকারীদের দাবি

ভারতের কাশ্মীরের পেহেলগামে মঙ্গলবারের ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হয়েছেন। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, হামলাকারীরা পরিচয় জেনে হত্যাকাণ্ড সংঘটিত করেছে।
 
এদিকে বুধবার (২৩ এপ্রিল) স্বল্প-পরিচিত কাশ্মীরভিত্তিক সশস্ত্র গোষ্ঠী দ্য রেসিসটেন্স ফোর্স (টিআরএফ) হামলার দায় স্বীকার করে এক বিবৃতি বলেছে, “যাদের টার্গেট করা হয়েছে তারা সাধারণ কোনো পর্যটক নয়। ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের যোগাযোগ ও সংশ্লিষ্টতা ছিল। তারা ছিল গোপন সংস্থার সদস্য। পর্যটকের ছদ্মবেশে অনুসন্ধান চালানোর জন্য এখানে এসেছিল।”

ভয়াবহ এ হামলার দায় শিকার করা গোষ্ঠীটি কাশ্মীরে নিজেদের কার্যক্রম আরও বাড়ানোর হুমকি দিয়েছে। এই হামলা ভারত সরকারের জন্য একটি সতর্কবার্তা বলেও বিবৃতিতে উল্লেখ করেছে টিআরএফ। গোষ্ঠীটি বলেছে, “এটি শুধুমাত্র নয়াদিল্লির জন্য একটি সতর্কবার্তা নয়। এটি তাদের জন্যও সতর্কবার্তা যারা নয়াদিল্লির প্রশ্নবিদ্ধ নীতিকে সমর্থন করে।”

তবে ভারত সরকার এখন পর্যন্ত টিআরএফের দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে হামলার সঙ্গে যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এছাড়া এ হামলায় যারা পেছন থেকে কলকাঠি নেড়েছে তারা শিগগিরই কঠোর জবাব পাবে বলে হুমকি দিয়েছেন তিনি।
 
রাজনাথ হুমকি দিয়ে বলেন, “পেহেলগামে কাপুরষিত হামলায় আমরা অনেক নিরীহ মানুষকে হারিয়েছি। এ ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। যেসব পরিবার প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। আমি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সংকল্প পুনর্ব্যক্ত করছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। আমি দেশবাসীকে জানাচ্ছি সরকার যথাযথ ব্যবস্থা নেবে। এ হামলার সঙ্গে যারা জড়িত শুধুমাত্র তারা নয়, যারা পর্দার আড়ালে কাজ করেছে অভিযুক্তরা শিগগিরই কঠোর জবাব পাবে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই।”

কাশ্মীরের হামলা নিয়ে অফিসিয়ালি এখনও কোনো বক্তব্য দেয়নি ভারত সরকার। এমনকি এই ঘটনায় আহতদের সংখ্যাও প্রকাশ করেনি মোদির দেশ। তবে নিরাপত্তা সংস্থাগুলো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন তিন বন্দুকধারীর স্কেচ প্রকাশ করেছে।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন : মার্চে সড়কে নিহত ৬১২, আহত ১২৪৬ Apr 24, 2025
img
টেস্ট দলে কেন ডাক পেলেন বিজয় জানালেন প্রধান নির্বাচক Apr 24, 2025
img
ঝটিকা মিছিল বিরোধী অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মী গ্রেফতার Apr 24, 2025
img
মধ্যরাতে শীর্ষ পাক কূটনীতিককে ভারতের তলব Apr 24, 2025
img
কঠিন সময়ে বিষও হজম করে ফেলেন শাহরুখ : তিগমাংশু Apr 24, 2025
img
কাশ্মীর আক্রমণে পাকিস্তান সরকারের বিরুদ্ধে সাবেক পাক ক্রিকেটারের বিস্ফোরক অভিযোগ Apr 24, 2025
img
সরকারি চাল আত্মসাতে কুমিল্লার বিএনপি নেতার ৬ মাস কারাদণ্ড Apr 24, 2025
img
কাশ্মীর হামলায় ভারতই জড়িত : পাকিস্তানি বিশেষজ্ঞরা Apr 24, 2025
img
গরমে ত্বকের সুরক্ষায় আমলকি Apr 24, 2025
img
পাকিস্তানি টিকটক তারকার ব্যক্তিগত ভিডিও ভাইরাল Apr 24, 2025