রাজনৈতিক দল গঠনের কারণ জানালেন ডেসটিনির রফিকুল আমীন

নিউক্লিয়াস পার্টি, জনপ্রিয় পার্টি, জাগ্রত পার্টি, আমজনতার দল— দেশের রাজনৈতিক অঙ্গনে গত আট মাসে এভাবে অন্তত ২৬টি নতুন দলের নাম যুক্ত হয়েছে। এর মধ্যে গত ১৭ এপ্রিল আত্মপ্রকাশ করে বাংলাদেশ আ-আম জনতা পার্টি, যার প্রধান ডেসটিনির মোহাম্মদ রফিকুল আমীন। অর্থপাচার ও ডেসটিনি ট্রি প্লান্টেশনের মামলায় ১২ বছর কারাভোগের পর গত ১৫ জানুয়ারি জেল থেকে বের হওয়ার তিন মাসের মাথায় নতুন এই দল নিয়ে হাজির হন তিনি।

ব্যবসায়ী হিসেবে পরিচিত থাকার পরও হঠাৎ রাজনীতিতে তার নাম লেখানোর কারণ কী? এমন প্রশ্নের জবাবে রফিকুল আমীন জানান, রাজনৈতিক পরিচয় না থাকার কারণে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর অন্য অনেকে জেল থেকে ছাড়া পেলেও তিনি তা পাননি।

তিনি বলেন, যেদিন হাসিনা পালিয়ে গেল, পাঁচ তারিখ, ছয় তারিখ, সাত তারিখ, আট তারিখ, নয় তারিখ – এই কয়দিনে ঢাকা জেল খালি হয়ে গেছে। মানুষকে দিনরাত ছেড়ে দিছে। আমি জেল সুপারকে জিজ্ঞেস করলাম, এত লোকের জামিন কীভাবে হলো? তিনি বলেছিলেন, ‘না জামিন হয়নিতো। এদের রাজনৈতিক বিবেচনায় ছেড়ে দেওয়া হচ্ছে’।

রফিকুল আমীন বলেন, আমি তখন জেল সুপারের কাছে দৌড়ে গেলাম। বললাম আমিতো এত বছর আটকে আছি, আমাকে ছাড়েন। তিনি (জেল সুপার) বললেন, ‘আপনিতো কোনো রাজনৈতিক দল করেন না। আপনি যদি অন্তত হরকাতুল জিহাদও করতেন বা আনসারুল্লাহ বাংলা টিমও করতেন তাও আপনাকে আমি ছেড়ে দিতাম।’

তার মানে ওনারা রাজনৈতিক লেবেল থাকলে ছেড়ে দেবে— বলেন ডেসটিনির রফিকুল।

তিনি জানান, এই রাজনৈতিক মঞ্চকে মাধ্যম হিসেবে ব্যবহার করে তিনি তার জুলুমের কথা যে প্রশাসক থাকবে, যে রাষ্ট্রশাসন করবে তার কাছে পৌঁছাবেন। 

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
‘আড়ি’ প্রদর্শনের আগে বিতর্ক! নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা কাটাকাটি জিৎ চক্রবর্তীর Apr 26, 2025
img
দীর্ঘ বিরতির পর ‘সহচরী’ দিয়ে পর্দায় ফিরলেন মুনমুন সেন Apr 26, 2025
img
চলতি বছরে ৫ লাখ গাছ লাগাবে ডিএনসিসি Apr 26, 2025
img
যুক্তরাষ্ট্রজুড়ে আবারো ট্রাম্প বিরোধী বিক্ষোভ ! Apr 26, 2025
img
রহস্য, রোমাঞ্চ আর নারীর মেধা—সব মিলিয়ে জমেছে ‘ডিটেকটিভ চারুলতা’ Apr 26, 2025
img
‘গ্রিক গড’ হৃতিক নয়, সামান্থার চোখে সবচেয়ে সুন্দর মহেশবাবু Apr 26, 2025
img
পাঁঠার মাংস খেয়েছেন? এবার বাসন মাজুন—নানার ব্যতিক্রমী প্রতিশোধ Apr 26, 2025
img
তুরস্কের সাংবিধানিক আদালতে বক্তব্য দিলেন প্রধান বিচারপতি Apr 26, 2025
img
আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম নেবে না Apr 26, 2025
img
মধ্যস্বত্বভোগীর কারণে অস্থির পেঁয়াজ ও তেলের বাজার, বাড়ছে নিত্যপণ্যের দাম Apr 26, 2025