এই মুহূর্তে নির্বাচিত সরকার এখন জনগণের দাবি বলে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আবদুস সালাম।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীতে একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
আবদুস সালাম বলেন, ‘এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার, এটি এখন জনগণের দাবি। কারণ, দীর্ঘ ১৭ বছর নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করেছে মানুষ। জনগণ ঠিক করবে দেশ কে পরিচালনা করবে।’
তিনি বলেন, ভোট ও গণতন্ত্র শুধু বিএনপির জন্য নয় সব রাজনৈতিক দল ও দেশের জনগণের প্রয়োজন। বিএনপি এদেশের সংস্কার করেছে আর কোনো দল করেনি। সংস্কার বিএনপিও চায়, সবার আগে এ কথা বিএনপিই বলেছে। যতদিন সময় প্রয়োজন আমরাও দিতে চাই। অন্তর্বর্তী সরকারকে ৩১ দফা সংস্কার প্রস্তাব দেখার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, ‘ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চালাচ্ছে। সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র চলছে। তাই দেশকে বাঁচাতে এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন প্রয়োজন।’ তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার আশপাশের অনেকেই দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। বিএনপি চায় না সরকার ব্যর্থ হোক।’ নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে অন্তর্বর্তী সরকার বিদায় নেবে বলে প্রত্যাশা আবদুস সালামের।
এসএন