এমন দেশ গড়তে চাই যেখানে মর্যাদা মিলবে গুনাগুণের ভিত্তিতে: ডা. শফিকুর

‘সমাজে নারী-পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে এমন একটা দেশ গড়তে চাই; যে দেশে মানুষ মর্যাদা পাবে তার গুনাগুণের ভিত্তিতে। যে মানুষটির কোয়ালিটি দেখে সমাজ তাকে যথাযোগ্য মর্যাদা দিতে বাধ্য হবে।’, বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। 

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমূল বাজারে জামায়াতে ইসলামির কেন্দ্রীয় গণসংযোগের অংশ হিসাবে দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘মানুষটি কোন ধর্ম বা দলের সেটি বড় কথা নয়। আল্লাহ তাকে যোগ্যতা ও মর্যাদা দিয়েছেন সেটিই বড় কথা।’

সব জায়গায় তো আপনার মানুষ নেই, দেশ চালাবেন কীভাবে? এমন প্রশ্নের উত্তরে জামাতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশের ১৮ কোটি মানুষই আমার। কারণ এ ১৮ কোটি মানুষকে যদি আমি যথাযথভাবে সম্মান ও ভালোবাসা দিতে পারি, তাহলে তাদের সহযোগিতা পাওয়া যাবে নিশ্চিত। তবে আল্লাহ তালার সহযোগিতা ছাড়া কেউ কোনোকিছু করতে পারবেন না।’

তিনি বলেন, ‘এ দেশের শিক্ষার ওপর মানুষের কোনো আস্তা ও বিশ্বাস নেই; সেইসঙ্গে এ শিক্ষা সার্টিফিকেটের কোনো মূল্য নেই। আবার কোনো কাজের জন্য তাকে পরীক্ষাও দিতে হয়। দুনিয়ার কোথাও এ নিয়ম নেই।’

বিশ্বের অন্যদেশের উদাহরণ টানতে গিয়ে তিনি বলেন, ‘কাজের প্রতিষ্ঠান শিক্ষা জীবন চলাকালে আগেভাগে চাকরি করার নিয়োগ লেটার পাঠিয়ে দিয়ে বলে আমার প্রতিষ্ঠান চাকরি দেবে যদি আপনি কাজ করতে চান।

বাংলাদেশে এ রকম কোনো নিয়ম শোনা যায়নি। তার কারণ এদেশের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার ওপর কারো বিশ্বাস নেই। এমন কি সার্টিফিকেটের সঙ্গে শিক্ষার কোনো মিল নেই।’

তিনি আরও বলেন, ‘উন্নত বিশ্বে শুধু তার সিভিটা জমা নেবে। সিভি ঠিক থাকলে তার আর চাকরি আটকাবে না। কাজেই জামায়াতে ইসলামি চায় মানুষ হিসাবে মানুষকে সম্মান দেয়ার শিক্ষা ভালোবাসার শিক্ষা এবং শিক্ষা সমাপ্তের পর তাদের হাতে কাজ তুলে দেয়া। এই কাজটি আমরা করে যেতে চাই।’

শফিকুর রহমান বলেন, ‘কুলাউড়া থানায় ছয় থেকে সাত লাখ মানুষের জন্য যদি ১০০ জন পুলিশ থাকে। তাহলে এতোসব মানুষের জন্য একশো পুলিশ দিয়ে পাহারা দেয়া কোনোভাবে সম্ভব নয়। তবে এরমধ্যে যদি একজন জাগ্রত পুলিশ থাকেন তাহলে অন্যদের আর কষ্ট করতে হবে না।’

এ দিকে দুপুরে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে অমুসলিমদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও জুড়ী উপজেলাসহ আরও বেশ কয়েকটি স্থানে দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়।

কুলাউড়া উপজেলার ভুকশিমূল ইউনিয়ন জামাতে ইসলামীর আমির মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন: সিলেট মহানগর আমীর মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা জামাতের আমীর ইঞ্জিনিয়ার শায়েদ আলী, জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীসহ অনেকে।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
এনসিপির পদ ছাড়লেন কেন্দ্রীয় সদস্য রিদওয়ান হাসান Apr 30, 2025
img
সাংবাদিকদের চাকরিচ্যুত করার ব্যাপারে আমার সংশ্লিষ্টতা নেই: ফারুকী Apr 30, 2025
img
দলীয় নেতাকর্মীদের কেউ অন্যায় করলে আইনের হাতে তুলে দেবেন : মির্জা ফখরুল Apr 30, 2025
img
‘পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে কোনও প্রমাণ দেখাতে পারেনি ভারত’ Apr 30, 2025
img
রোহিঙ্গা মা-শিশু ও পরিবার পরিকল্পনা সেবায় ১৬২ কোটি টাকা অনুমোদন Apr 30, 2025
img
মিরাজের দিকে তাকিয়ে সাদমান, বিজয়কে নিয়ে আশাবাদী Apr 30, 2025
img
শ্রমিকদের পাওনা পরিশোধ না করলে রেড অ্যালার্ট জারি করা হবে Apr 30, 2025
img
সারা দেশে রেস্তোরাঁ বন্ধের হুমকি মালিকদের Apr 30, 2025
img
ইশরাকের মামলায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এনসিপির উদ্বেগ Apr 29, 2025
img
টাঙ্গাইল এলজিইডিতে দুদকের অভিযান, মিলেছে দুর্নীতির সত্যতা Apr 29, 2025