রাজবাড়ীতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
মোজো ডেস্ক 11:47AM, Apr 30, 2025
রাজবাড়ী শহরের পাবলিক হেলথ মোড় থেকে রুবেল সরদার (৩৯) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে জামান স্টোরের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত দক্ষিণ ভবানীপুর কাহারপাড়া গ্রামের মৃত আলম সরদারের ছেলে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, রুবেল একসময় ওই মোড়ে পান-সিগারেটের দোকান চালাতেন।
ছয় মাস আগে দোকান বিক্রি করে বেকার হয়ে পড়েন। পারিবারিক কলহের কারণে তিন মাস ধরে স্ত্রী আলাদা থাকছিলেন।
নিহতের ভাই জুয়েল সরদার ও স্ত্রী বন্যা বেগম সন্দেহ প্রকাশ করে বলেন, ‘এটি স্বাভাবিক মৃত্যু নয়। মরদেহে আঘাতের চিহ্ন ছিল।’
রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ‘মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’