বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকের জন্য সবকিছু করা হবে : দুলু

বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকের ন্যায্য মজুরি নির্ধারণসহ সবকিছু করবে, বলেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

আজ বৃহস্পতিবার (১ মে) দুপুরে নাটোরের কানাইখালি এলাকায় জেলা শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।

দুলু বলেন, ফ্যাসিস্ট হাসিনা পতন আন্দোলনে শ্রমিকদের অবদান অস্বীকার করলে তাদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে। দেশের গণতন্ত্র ও অধিকার আদায়ে শিক্ষার্থীদের পাশাপাশি এদেশের শ্রমিকরাও রাজপথে প্রাণ দিয়েছে।

বিএনপির কেন্দ্রীয় নেতা বলেন, বিভিন্ন অজুহাতে নির্বাচন না করার ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন, এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের জন্য গত সাড়ে ১৫ বছর রক্ত ঝরানোসহ অনেক মায়ের বুক খালি হয়েছে।

তিনি আরও বলেন– কথা বলার অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র স্বাভাবিক করতে জনপ্রতিনিধিমূলক সরকারের বিকল্প নেই।

এর আগে, রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে শহরের আলাইপুর জেলা বিএনপি কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়।

আরএ/টিএ

Share this news on: