শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত ৫

শেরপুরের নকলা-নালিতাবাড়ী আঞ্চলিক সড়কে বাইটকামাড়ি ব্রিজের কাছে বালুবাহী ট্রাকের চাপায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেলে চালক টারো (৫০) নিহত হন। এই ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৩ মে) রাত ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত টারো নালিতাবাড়ী উপজেলার গেড়ামাড়া এলাকার বাসিন্দা।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত আহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়।

আরআর

Share this news on: