ইউরোপের দ্বারস্থ ইসরায়েল, সাহায্য চান নেতানিয়াহু

ইসরায়েলের দখলকৃত জেরুজালেমের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল, যা দ্রুত শহরের উপকণ্ঠজুড়ে বিস্তার লাভ করছে। বুধবার শুরু হওয়া এই আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি, আর স্থানীয় দমকল বাহিনী পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। ইতোমধ্যেই আগুন পৌঁছে গেছে একাধিক আবাসিক এলাকায়, এমনকি সামরিক ঘাঁটির কাছাকাছিও।

স্থানীয়দের মতে, আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ যে ধোঁয়ায় আকাশ পুরোপুরি ঢাকা পড়ে গেছে। পরিবেশ দফতরের তথ্য অনুযায়ী, বাতাসে দূষণের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় ইসরায়েলি কর্তৃপক্ষ দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে।

ইসরায়েলি এক মন্ত্রী জানান, ‘আমরা একটি সংকটের মধ্যে রয়েছি। আগুন নিয়ন্ত্রণে আনতে ইউরোপীয় বিভিন্ন দেশের সহযোগিতা চাওয়া হয়েছে।’ এরই মধ্যে আন্তর্জাতিক দমকল ও উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে পৌঁছাতে শুরু করেছে।

রয়টার্সের খবরে বলা হয়, জেরুজালেমের প্রধান মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। একজন ডেপুটি ফায়ার চিফ জানান, আগুনের সূত্রপাত ইচ্ছাকৃতও হতে পারে, যদিও এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। কেউ কেউ বলছেন এটি হতে পারে প্রাকৃতিক কারণে বা তীব্র গরম আবহাওয়ার জন্য।

ইসরায়েলি আবহাওয়া দফতর সতর্ক করেছে, দেশের বিভিন্ন অংশে বৈরী আবহাওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। দাবানলের কারণে জেরুজালেমের আশপাশের বাসিন্দারা চরম আতঙ্কে রয়েছেন। অনেকেই তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন।

জেরুজালেমের প্রাকৃতিক বনাঞ্চল ও প্রাণীবৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু গাছপালা ও বন্য প্রাণীর আবাসস্থল ধ্বংস হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। এছাড়া শহরের আশপাশের সামরিক ঘাঁটির নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই দাবানলের প্রভাব দীর্ঘমেয়াদে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। এখনই বলা যাচ্ছে না কবে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসবে। আন্তর্জাতিক সহায়তা ও স্থানীয় প্রচেষ্টার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, তবে দুর্গম ভূখণ্ড ও বৈরী আবহাওয়া তা কঠিন করে তুলেছে।

আরএম/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তানিরা ‘ব্যর্থ জাতি’, ‘ইসলাম জানে না’: আসাদউদ্দিন ওয়াইসি May 04, 2025
img
সালমান শাহ'র মৃত্যুর সময় আমি ঢাকায় ছিলাম না : ডন May 04, 2025
ঢাকায় এসে যা বললেন বরবাদের ‘জিল্লু’ May 04, 2025
img
রাজধানীতে আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার May 04, 2025
রাজস্থানে পাক সেনা আটক, গুপ্তচর বৃত্তির অভিযোগ ভারতের May 04, 2025
‘তুরিন আফরোজ’ নামের শিক্ষার্থীই ছিলেন না সিডনির বিশ্ববিদ্যালয়ে! May 04, 2025
img
অ্যাকশন মুডে হৃতিক, ফাঁস ‘ওয়ার ২’-এর দৃশ্য ফাঁস May 04, 2025
img
দ. আফ্রিকায় মিনিবাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ১৫ জনের May 04, 2025
img
খালেদা জিয়ার ফ্লাইটের ২ কেবিন ক্রু পরিবর্তন যে কারণে May 04, 2025
img
‘ইনস্টাগ্রাম এডিটস’ দিয়ে ক্যাপকাটের রেকর্ড ভাঙল নতুন অ্যাপ May 04, 2025