সৌদিতে জিসিসি নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলনে বসছেন ট্রাম্প

আগামী ১৩ মে সৌদি আরব সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরের অংশ হিসেবে তিনি উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সঙ্গে একটি শীর্ষ সম্মেলনে অংশ নেবেন বলে জানিয়েছেন মার্কিন ও আরব কর্মকর্তারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাক্সিওজ এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, পরদিন ১৪ মে সকালে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৈঠকের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ ভূমিকা ও নীতিগত অবস্থান স্পষ্ট করবেন ট্রাম্প। পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক, বিনিয়োগ, অস্ত্র বিক্রি এবং এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) খাতে সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পাবে বলে জানা গেছে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানের নেতাদের সম্মেলনে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছেন। তবে এখন পর্যন্ত অন্য কোনো আরব দেশকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। যদিও এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে বলে এক আরব কর্মকর্তা জানিয়েছেন।

সফরের অংশ হিসেবে ট্রাম্প ১৪ মে কাতারের রাজধানী দোহা সফরে যাবেন এবং আমির শেখ তামিম আল-থানি-র সঙ্গে বৈঠক করবেন। এরপর ১৫ মে আবুধাবি সফর করবেন তিনি এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ-এর সঙ্গে সাক্ষাৎ করবেন।

হোয়াইট হাউস জানিয়েছে, সফর নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা খুব শিগগিরই দেওয়া হবে। তবে ওয়াশিংটনে সৌদি দূতাবাস এখনো কোনো মন্তব্য করেনি।


এসএস/এসএন

Share this news on: