নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ আইন সংশোধনের অনুমোদন

বিভিন্ন রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের আপত্তির প্রেক্ষিতে নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণে সংশ্লিষ্ট আইনে সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

মঙ্গলবার (৬ মে) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বিষয়টি জানান।

তিনি বলেন, “গত সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে অনেক নির্বাচনী এলাকার সীমানা পরিবর্তন করা হয়েছিল। এতে রাজনৈতিক দলগুলোর আপত্তি ছিল এবং একটি আইনি জটিলতার কারণে নির্বাচন কমিশনও দায়িত্ব পালনে সমস্যায় পড়ছিল। নির্বাচন কমিশনের অনুরোধেই আমরা আইনের সংশোধন করেছি।”

আইন উপদেষ্টা আরও জানান, সংশোধিত আইনটি গেজেট আকারে প্রকাশের সঙ্গে সঙ্গেই নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে সক্ষম হবে এবং ২-৪ দিনের মধ্যেই সীমানা পুনর্নির্ধারণের কাজ শুরু করতে পারবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রেস সচিব শফিকুল আলম, যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


এসএস/টিএ

Share this news on: