তরুণদের রাজনীতিতে আরো বেশি অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার
মোজো ডেস্ক 07:43PM, May 06, 2025
তরুণদের রাজনৈতিক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “তরুণদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ও সমাজে অর্থবহ পরিবর্তন আনতে রাজনীতিতে তাদের অংশগ্রহণ অপরিহার্য।”
মঙ্গলবার (৬ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
প্রতিনিধিদলের সদস্যরা জানান, বাংলাদেশে তরুণদের অনেকে আজও ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। জবাবে ইউনূস বলেন, “গত ১৫ বছর ধরে একটি ভুয়া ভোটব্যবস্থা চালু ছিল। নতুন সরকারের প্রধান অঙ্গীকারই হলো প্রাতিষ্ঠানিক সংস্কার, যার মাধ্যমে তরুণদের ভোটাধিকার নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, “আমরা এখন ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি। নতুন কাঠামো গঠনের মাধ্যমে এই রূপান্তরকাল অতিক্রম করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”
সাক্ষাৎ শেষে প্রতিনিধিরা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে তাদের মত ও অভিজ্ঞতা ভাগ করে নেন।