টলিউডের ছোটপর্দার জনপ্রিয় মুখ এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী, যিনি নিজের অভিনয়ের পাশাপাশি স্পষ্টবক্তা হিসেবেও পরিচিত, এবার সম্পর্ক ও আত্মপ্রেম নিয়ে এক অত্যন্ত জরুরি বার্তা দিলেন। প্রেমে পড়ে বা সম্পর্কের খাতিরে অনেকেই নিজের অস্তিত্ব ভুলে যান বা নিজেকে তিলে তিলে শেষ করে দেন, কিন্তু সায়ক মনে করেন এটি ভুল।
সায়ক চক্রবর্তী বলেন, "নিজের জীবনের ঊর্ধ্বে ভালোবাসা বা সম্পর্কের গুরুত্ব দেওয়া উচিত নয়। আগে নিজেকে ভালোবাসো, ভালো রাখো, তারপর অন্যকে ভালো রাখতে পারবে।"
তাঁর মতে, নিজেকে অবহেলা করে বা নিজের মানসিক শান্তি বিসর্জন দিয়ে অন্যকে খুশি করা যায় না। নিজের ভালো থাকাটা সবার আগে জরুরি। 'সেলফ লাভ' বা নিজেকে ভালোবাসাই যে সুস্থ সম্পর্কের ভিত্তি এবং অন্যকে ভালো রাখার পূর্বশর্ত, তরুণ প্রজন্মকে সেটাই মনে করিয়ে দিলেন এই অভিনেতা।
কেএন/টিকে